শিরোনাম :
Logo কাজিপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার! Logo বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের Logo ভোমরায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ১৭ অক্টোবর Logo সিরাজগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা Logo সুন্দরবনে কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযানে ছোটন বাহিনীর সহযোগী আটক Logo বীরগঞ্জে ক্ষমতার অপব্যবহারকারী ডিপিইও নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন। Logo টাকার জন্য হরিদাস বাবু’কে হয়রানী তার বিরুদ্ধে অপপ্রচার অনুসন্ধানে প্রমাণ। Logo খুবির সঙ্গে গবেষণা সহযোগিতায় আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের Logo শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু Logo সাতক্ষীরায় রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী, থানায় সাধারণ ডায়েরি

মেহেরপুরে জাপানের মিয়াজাকি আম উৎপাদন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪০:২১ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৭৩৭ বার পড়া হয়েছে

মাটি ও আবহাওয়ার অনুকূলতায় মেহেরপুর জেলার মাটিতে নানা জাতের চাষাবাদের অপার সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। এবার সেই তালিকায় যোগ হয়েছে বিশ্বের অন্যতম ফল ‘মিয়াজাকি’ আম।

জেলা সদরের যুবক মির্জা গালিব গোপালপুর গ্রামে মিয়াজাকি আম উৎপাদনে করে দেখিয়েছেন এই ব্যতিক্রমী সাফল্যের মুখ। ২ বিঘা জমিতে মাত্র ৭৭টি গাছ দিয়ে ফল পেতে শুরু করেছেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, মিয়াজাকি আমের আদি নিবাস জাপানের কিউশু দ্বীপের মিয়াজাকি প্রিফেকচার। সেখানকার উষ্ণ আবহাওয়া ও সূর্যালোকের মাত্রা এই আম চাষে সহায়ক হিসেবে কাজ করে। এই আমকে সূর্যের ডিম নামেও ডাকা হয়। রঙিন গা, চামড়ার ওপর লালচে আভা, উচ্চ পুষ্টিমান ও অস্বাভাবিক মিষ্টতার কারণে এই আম বিশ্বব্যাপী বিশেষ চাহিদার রয়েছে।

আমচাষী মির্জা গালিব বলেন, ‘প্রথমে ইউটিউব ও ইন্টারনেট ঘেঁটে এই আম সম্পর্কে জানি। পরে বিভিন্ন উৎস থেকে চারা সংগ্রহ করে আড়াই বছর আগে ২ বিঘা জমিতে ৭৭টি গাছ লাগাই। এবারই প্রথম ভালো ফলন পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে গাছে যতœ ও পরিচর্যায় একটু বেশি শ্রম ও খরচ লেগেছে। তবে ফল দেখে মনে হচ্ছে এই পরিশ্রম সার্থক হবে। আগামী মৌসুমে আরও বড় পরিসরে চাষের পরিকল্পনা রয়েছে।’ এবছর তিন মন আমের ফলন হতে পারে। আগামীবছর প্রতিটি গাছে আশানারুপ আম পাবেন বলে আশা করছেন গালিব।

জেলা কৃষি বিভাগও এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি। জেলা কৃষি কর্মকর্তারা বলেন, ‘মিয়াজাকি আম চাষে আমরা কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ এবং কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। আগ্রহীদের জন্য এটি একটি সম্ভাবনাময় উচ্চমূল্যের ফল।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল আলম জানান, বিশ্বের বিলাসবহুল ফল হিসেবে পরিচিত মিয়াজাকি আম প্রথম ১৯৮০ সালে বাণিজ্যিকভাবে জাপানে উৎপাদিত হয়। পরবর্তীতে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ কিছু দেশে পরীক্ষামূলক চাষ শুরু হয়। তবে এটি ফলন পাওয়া যেমন সময়সাপেক্ষ, তেমনই এর জন্য প্রয়োজন হয় বিশেষ যতœ, সূর্যালোক, নিয়মিত সেচ এবং সুনির্দিষ্ট আবহাওয়া।

স্থানীয়ভাবে উৎপাদিত মিয়াজাকি আম যদি বাজারজাত ও রপ্তানির পর্যায়ে যেতে পারে, তবে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন একটি সম্ভাবনার দিক উন্মোচন করবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। তিনি জোর দিয়ে বলেন, মেহেরপুর খরাপ্রবণ এলাকা। এখানে বন্যা নেই। ফলে এই জেলার মাটিতে সবধরণের চাষাবাদের উর্বর স্থান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাজিপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার!

মেহেরপুরে জাপানের মিয়াজাকি আম উৎপাদন

আপডেট সময় : ০৩:৪০:২১ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫

মাটি ও আবহাওয়ার অনুকূলতায় মেহেরপুর জেলার মাটিতে নানা জাতের চাষাবাদের অপার সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। এবার সেই তালিকায় যোগ হয়েছে বিশ্বের অন্যতম ফল ‘মিয়াজাকি’ আম।

জেলা সদরের যুবক মির্জা গালিব গোপালপুর গ্রামে মিয়াজাকি আম উৎপাদনে করে দেখিয়েছেন এই ব্যতিক্রমী সাফল্যের মুখ। ২ বিঘা জমিতে মাত্র ৭৭টি গাছ দিয়ে ফল পেতে শুরু করেছেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, মিয়াজাকি আমের আদি নিবাস জাপানের কিউশু দ্বীপের মিয়াজাকি প্রিফেকচার। সেখানকার উষ্ণ আবহাওয়া ও সূর্যালোকের মাত্রা এই আম চাষে সহায়ক হিসেবে কাজ করে। এই আমকে সূর্যের ডিম নামেও ডাকা হয়। রঙিন গা, চামড়ার ওপর লালচে আভা, উচ্চ পুষ্টিমান ও অস্বাভাবিক মিষ্টতার কারণে এই আম বিশ্বব্যাপী বিশেষ চাহিদার রয়েছে।

আমচাষী মির্জা গালিব বলেন, ‘প্রথমে ইউটিউব ও ইন্টারনেট ঘেঁটে এই আম সম্পর্কে জানি। পরে বিভিন্ন উৎস থেকে চারা সংগ্রহ করে আড়াই বছর আগে ২ বিঘা জমিতে ৭৭টি গাছ লাগাই। এবারই প্রথম ভালো ফলন পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে গাছে যতœ ও পরিচর্যায় একটু বেশি শ্রম ও খরচ লেগেছে। তবে ফল দেখে মনে হচ্ছে এই পরিশ্রম সার্থক হবে। আগামী মৌসুমে আরও বড় পরিসরে চাষের পরিকল্পনা রয়েছে।’ এবছর তিন মন আমের ফলন হতে পারে। আগামীবছর প্রতিটি গাছে আশানারুপ আম পাবেন বলে আশা করছেন গালিব।

জেলা কৃষি বিভাগও এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি। জেলা কৃষি কর্মকর্তারা বলেন, ‘মিয়াজাকি আম চাষে আমরা কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ এবং কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। আগ্রহীদের জন্য এটি একটি সম্ভাবনাময় উচ্চমূল্যের ফল।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল আলম জানান, বিশ্বের বিলাসবহুল ফল হিসেবে পরিচিত মিয়াজাকি আম প্রথম ১৯৮০ সালে বাণিজ্যিকভাবে জাপানে উৎপাদিত হয়। পরবর্তীতে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ কিছু দেশে পরীক্ষামূলক চাষ শুরু হয়। তবে এটি ফলন পাওয়া যেমন সময়সাপেক্ষ, তেমনই এর জন্য প্রয়োজন হয় বিশেষ যতœ, সূর্যালোক, নিয়মিত সেচ এবং সুনির্দিষ্ট আবহাওয়া।

স্থানীয়ভাবে উৎপাদিত মিয়াজাকি আম যদি বাজারজাত ও রপ্তানির পর্যায়ে যেতে পারে, তবে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন একটি সম্ভাবনার দিক উন্মোচন করবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। তিনি জোর দিয়ে বলেন, মেহেরপুর খরাপ্রবণ এলাকা। এখানে বন্যা নেই। ফলে এই জেলার মাটিতে সবধরণের চাষাবাদের উর্বর স্থান।