শেরপুরে এক বন্য হাতির মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৫:৩২ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

জেলার নালিতাবাড়ীতে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ ভোর ৫ টার দিকে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বন বিভাগ সূত্রে জানা যায়, আজ ভোরে স্থানীয় বাসিন্দারা নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় একটি বন্য হাতির মরদেহ দেখতে পান। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে জীববৈচিত্র্য ও সংরক্ষণ বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। মৃত হাতিটি একটি পুরুষ হাতি। যার বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর।

হাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হবে। এরপর নিয়ম অনুযায়ী হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে এক বন্য হাতির মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৫:৩২ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫

জেলার নালিতাবাড়ীতে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ ভোর ৫ টার দিকে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বন বিভাগ সূত্রে জানা যায়, আজ ভোরে স্থানীয় বাসিন্দারা নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় একটি বন্য হাতির মরদেহ দেখতে পান। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে জীববৈচিত্র্য ও সংরক্ষণ বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। মৃত হাতিটি একটি পুরুষ হাতি। যার বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর।

হাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হবে। এরপর নিয়ম অনুযায়ী হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।