মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার লাতাকিয়া প্রদেশের কুরফায়েস গ্রামসংলগ্ন অঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র এবং আল-মায়াদিনের প্রতিবেদনে বলা হয়, এসব বিস্ফোরণ তথাকথিত জোলানি সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, অন্তত ১০টির অধিক ভয়াবহ বিস্ফোরণ ওই এলাকায় সংঘটিত হয়। বিস্ফোরণে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রিত ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যদিও এ ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট তথ্য বা বিস্ফোরণের পেছনের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, সিরিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে মাঝে মধ্যেই হামলার ঘটনা ঘটে থাকে। জোলানি গোষ্ঠী ওই অঞ্চলের অন্যতম সক্রিয় জঙ্গি সংগঠন হিসেবে বিবেচিত।