উল্লিখিত আয়াতে আল্লাহর ওলিদের দুটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তা হলো, তারা বিশুদ্ধ ঈমানের অধিকারী হবে এবং তারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে চলবে তথা তাকওয়ার পথ অনুসরণ করবে। সুতরাং আল্লাহর ওলি হওয়ার জন্য ঈমান ও তাকওয়ার গুণ অর্জন করতে হবে। ঈমান হলো তাওহিদ ও রিসালাতের প্রতি বিশুদ্ধ বিশ্বাস অন্তরে ধারণ করা এবং শিরক ও কুফর থেকে বিরত থাকা। আর তাকওয়ার মূলকথা হলো আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ থেকে বিরত থাকা। যেহেতু ঈমানের শর্ত সব মুসলমানের মধ্যে পাওয়া যায় তাই মুমিন মাত্রই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। সাধারণ মুমিন অবিশ্বাসীদের তুলনায় আল্লাহর নিকটবর্তী এবং মুত্তাকিদের তুলনায় কম নৈকট্যপ্রাপ্ত। এজন্য ইমাম তহাবি (রহ.) বলেছেন, ‘সকল মুমিন করুণাময় আল্লাহর ওলি। তাঁদের মধ্য থেকে যে যত বেশি আল্লাহর অনুগত ও কোরআনের অনুসরণকারী সে ততবেশি আল্লাহর নিকট সম্মানিত (তথা নৈকট্যপ্রাপ্ত)।’ (আকিদাতুত তহাবি, পৃষ্ঠা ৫৭)
হাদিসে কুদসিতে আল্লাহর ওলির মর্যাদা এবং আল্লাহর নৈকট্য লাভ সম্পর্কে বলা হয়েছে, ‘যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার নৈকট্য অর্জন বা ওলি হওয়ার জন্য বান্দা যত কাজ করে তন্মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসি যে কাজ আমি ফরজ করেছি। এরপর বান্দা যখন সর্বদা নফল ইবাদত পালনের মাধ্যমে আমার অগ্রসর হতে থাকে তখন আমি তাকে ভালোবাসি। আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণযন্ত্রে পরিণত হই, যা দিয়ে সে শুনতে পায়; আমি তার দর্শনেন্দ্রীয় হয়ে যাই, যা দিয়ে সে দেখতে পায়; আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে বা আঘাত করে এবং আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে হাঁটে। সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি। সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৫০২)
উল্লিখিত হাদিস থেকে জানা যায়, আল্লাহর ওলি হওয়ার উপায় হলো ফরজ ইবাদতের প্রতি যত্নবান হওয়া এবং বেশি বেশি নফল আদায়ে আগ্রহী হওয়া। এ পথে যিনি যতুটুকু অগ্রসর হবেন তিনি ততটুকু আল্লাহর নৈকট্য অর্জন করবেন।