Blog

  • ‘সারাদিন কষ্ট করে যে টাকা পাই, তা নিয়ে বাড়ি ফিরতে ভয় হয়’

    ‘সারাদিন কষ্ট করে যে টাকা পাই, তা নিয়ে বাড়ি ফিরতে ভয় হয়’

    সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাজধানীতে ছিনতাই, চুরি, ডাকাতি বেড়ে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। রাতের আলো ঝলমলে রাস্তায় জনসমক্ষে পিস্তল, রিভলবার বের করে গুলি চালিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে লুটে নেওয়া হচ্ছে স্বর্ণালংকার, টাকা। ব্যাংক থেকে টাকা তোলা, টাকা পরিবহন, মূল্যবান সামগ্রী বহন করা যে কারও জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছোট ব্যবসায়ী, দোকানিদেরও দেখার যেন কেউ নেই।

    গতকাল সোমবার রাজধানীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এমন অবস্থা চলতে থাকলে জীবন-জীবিকা মারাত্মক ব্যাহত হবে। এমনিতেই ব্যবসায় মন্দা চলছে। ফুটপাতসহ বিভিন্ন পর্যায়ের ছোট দোকানিরা সারাদিন বিক্রি করে যে টাকা পান, তা নিয়ে রাতে বাসায় ফেরাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীরা চাকুসহ নানা ধরনের অস্ত্র ঠেকিয়ে মুহূর্তেই সব লুটে নিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে।

    বিভিন্ন এলাকা ঘুরে নানা শ্রেণি-পেশার মানুষের আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানা গেছে। গুলিস্তানের ফুটপাতের দোকানি মো. ইউসুফ]বলেন, তিনি বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জের নিজ বাসা থেকে এসে দোকান করেন। প্রতিদিন বিক্রি হয় ৫-৬ হাজার টাকা। এই টাকা বহন করে রাতে বাসায় যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। বাড়ি ফেরার সময় প্রতিমুহূর্তে আতঙ্ক কাজ করে মনের মধ্যে। রাত হলেই ভয় বেড়ে যায়। দিনে পুলিশের দেখা মেলে, তবে রাতে পুলিশ দেখা যায় না বললেই চলে। রাতে পুলিশ, সেনাবাহিনীর টহল জোরদার করার দাবি জানান তিনি।

    রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের ভেনাস জুয়েলার্সের বিপ্লব পাল বলেন, পরিস্থিতি ভালো না। সব দিকেই নিরাপত্তাহীনতা। এই জুয়েলার্সের অন্য একজন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ক্রেতারা টাকা নিয়ে দোকানে আসতে চান না। এ কারণে বিক্রি কমে গেছে। ব্যবসায় চলছে মন্দা।

    এলিফ্যান্ট রোডে বাটা শো-রুমের ম্যানেজার রাজীব হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। সে কারণে পরিবেশ-পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এখন মানুষ আতঙ্কে থাকে। কারওয়ানবাজারের ছোট দোকানি আবদুর রহিম বলেন, এমনিতেই বেচাকেনা কমে গেছে। এ সময় কষ্ট করে সারাদিনে নানা পণ্য বিক্রির পর যে টাকা পাওয়া যায়, তা নিয়ে বাসায় ফিরতে ভয় হয়। আতঙ্কের মধ্যে বাড়ি ফিরতে হয়। কখন, কে রাস্তায় দাঁড় কারিয়ে ছুরি ঠেকিয়ে ব্যবসার পুঁজিটুকু কেড়ে নেয়, তার কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে বেশি দিন চলা যায় না।

    ভোলা থেকে রাজধানীতে আসা ভ্যানচালক মো. নয়ন বলেন, ‘হঠাৎ করেই চারদিকে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। ভ্যানচালক হলেও আমাদের মাঝে আতঙ্ক আছে। আমরা মানুষের মূল্যবান জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই। ভ্যান দাঁড় করিয়ে কখন কে অস্ত্র ঠেকিয়ে জিনিসপত্র লুটে নিয়ে যায়, তার নিশ্চয়তা নেই।’ তিনি আরও বলেন, নিজের পকেটে যে পরিমাণ টাকাই থাকুক, ছিনতাইকারী চাইলে দিতে হবে। মানুষ এখন সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে গেছে। দিনে দিনে এসব বাড়ছেই। পুলিশ আগের মতো ভূমিকা রাখে না। আগে কোথাও কিছু হলে পুলিশ দৌড়াদৌড়ি করে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিত। এখন তারা তাদের মতো দাঁড়িয়ে থাকে, টহল দেয়; এটুকুই।

  • ‘৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ তথ্য সঠিক নয়: প্রধান উপদেষ্টার প্রেস উইং

    ‘৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ তথ্য সঠিক নয়: প্রধান উপদেষ্টার প্রেস উইং

    ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরটি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট-চেকিং।
    এতে বলা হয়, সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে প্রকাশিত এই খবরটিতে একটি ফেসবুক পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই ফেসবুক পোস্টে দীর্ঘ দিনের পুরোনো খবরের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ৬৫ ঘণ্টার বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়।
    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ নিয়ে অতিরঞ্জিত তথ্য, মিথ্যা পরিসংখ্যান প্রচার করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত; এটি জনমনে বিভ্রান্তির উদ্রেক ঘটায়। দেশে সংগঠিত প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

     

  • আবরার হত্যার ফাঁসির আসামি জেল থেকে পালিয়েছে

    আবরার হত্যার ফাঁসির আসামি জেল থেকে পালিয়েছে

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

    এদিকে রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানিয়েছে, মুনতাসির আল জেমি গত ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে।

    আবরার ফাইয়াজ পোস্টে লিখেছেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে গত বছরের ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন।

    তিনি আরও লেখেন, ফাঁসির আসামি তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কীভাবে! পালানোর পরেও এ তথ্য বাইরে না আসাতো এটাই প্রমাণ করে, তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরও তিনজন পলাতক আছে। মুনতাসির আল জেমি, পিতা-আব্দুল মজিদ, মাতা- জোসনা বেগম, ঠিকানা : ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।

  • কোরআনের বর্ণনায় ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়

    কোরআনের বর্ণনায় ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়

    পবিত্র কোরআনে বর্ণিত ঘটনাবলীর অন্যতম লোকমান হাকিম (রহ.)-এর ঘটনা বিশেষ তাত্পর্য বহন করে। কেননা এতে একজন পিতার ভাষ্যে পুত্রকে উপদেশ দেওয়া হয়েছে। পিতা কর্তৃক পুত্রকে উপদেশ দেওয়া একটি চিরায়ত বিষয়। সৃষ্টির সূচনা থেকেই পিতারা শিক্ষা-দীক্ষার মাধ্যমে পুত্রদেরকে আগামীর জন্য প্রস্তুত করেন। কোরআনে বর্ণিত পিতা-পুত্রের এই কথোপকথনে ধর্মীয় ও পার্থিব শিক্ষার অপূর্ব সমন্বয় ঘটেছে। যা আদর্শ জীবন গঠনে অপরিহার্য।

    লোকমান (রহ.) ও তাঁর প্রজ্ঞা

    বিশুদ্ধ মতানুসারে লোকমান (রহ.) আল্লাহর নবী ছিলেন না, বরং একজন প্রজ্ঞাবান নেককার মানুষ ছিলেন। আল্লাহ তাঁকে বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য দান করেছিলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি লোকমানকে দিয়েছিলাম প্রজ্ঞা।’ (সুরা লোকমান, আয়াত : ১২)

    মুজাহিদ (রহ.) বলেন, ‘প্রজ্ঞা হলো সত্য চেনা ও সে অনুসারে আমল করা, কথা ও কাজে সঠিক হওয়া।’ আর আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) বলেন, যথা সময়ে, যথা পদ্ধতিতে যথাযথ কাজটি করাকে হিকমাহ বলে। (মাদারিজুস সালিকিন : ৩/২৯৪)

    ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়

    লোকমান (রহ.) তাঁর সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন তাকে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত ছিল। তিনি এমন উপদেশ দিয়েছিলেন যাতে মানুষের পরকালীন জীবনের মতো পার্থিব জীবনও সুন্দর হয়। যেমন—

    ১. শিরক না করা : ইরশাদ হয়েছে, ‘স্মরণ কোরো, যখন লোকমান উপদেশচ্ছলে তার পুত্রকে বলেছিল, হে ছেলে! আল্লাহর কোনো শরিক কোরো না। নিশ্চয়ই শিরক চরম জুলুম।’ (সুরা লোকমান, আয়াত : ১৩)

    শিরকমুক্ত জীবনের সুফল হলো দুনিয়া ও আখেরাতে উত্তম জীবন লাভ করা। ইরশাদ হয়েছে, ‘মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সত্কাজ করবে তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কাজের শ্রেষ্ঠ পুরস্কার দান করব।’ (সুরা নাহল, আয়াত : ৯৭)

    ২. মা-বাবার সঙ্গে সদাচার : ইরশাদ হয়েছে, ‘আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। …আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন আমারই কাছে।’ (সুরা লোকমান, আয়াত : ১৪)

    পূর্বের আয়াতে শিরক না করার যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে যেমন পরকালীন কল্যাণ প্রত্যক্ষ ছিল এবং ইহকালীন কল্যাণ পরোক্ষ ছিল। আলোচ্য আয়াতে ইহকালীন কল্যাণ প্রত্যক্ষ এবং এর পরকালীন কল্যাণ পরোক্ষ। ইহকালীন কল্যাণ হলো পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা রক্ষা করা। পাশাপাশি ব্যক্তিগত জীবনে ধৈর্য্য, আনুগত্য ও কৃতজ্ঞতার তালিম দেওয়া।

    ৩. মুমিন পরকালকেই প্রাধান্য দেবে : ইরশাদ হয়েছে, ‘তোমার পিতা-মাতা যদি তোমাকে পীড়াপীড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের কথা মেনো না, তবে পৃথিবীতে তাদের সঙ্গে বসবাস করবে সদ্ভাবে।…’ (সুরা লোকমান, আয়াত : ১৫)

    আল্লাহর আনুগত্যই মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তি ও সাফল্য নিশ্চিত করতে পারে। তাই মানুষ কখনো আল্লাহর অবাধ্য হয়ে মানুষের আনুগত্য করবে না। আবার আনুগত্য পরিহারের সময় এমন আচরণ করবে না পার্থিব শিষ্টাচার ও শৃঙ্খলার পরিপন্থী।

    ৪. আল্লাহকে ভয় করা : ইরশাদ হয়েছে, ‘হে বত্স! ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে বা মাটির নিচে, আল্লাহ তাও উপস্থিত করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবগত।’ (সুরা লোকমান, আয়াত : ১৬)

    আলোচ্য আয়াতে মহান আল্লাহ তাঁর কুদরত ও ক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে বান্দার অন্তরে তাঁর ভয় জাগ্রত করেছেন। আর আল্লাহর ভয় মানুষকে অন্যায়, অপরাধ ও পাপ থেকে বিরত রাখার মক্ষম উপায়।

    ৫. শিষ্টের লালন, দুষ্টের দমন : ইরশাদ হয়েছে, ‘হে ছেলে! নামাজ কায়েম কোরো, সত্কাজের নির্দেশ দাও আর অসৎ কাজ থেকে নিষেধ কোরো এবং বিপদে ধৈর্যধারণ কোরো। এটাই দৃঢ়সংকল্পের কাজ।’ (সুরা লোকমান, আয়াত : ১৬)

    আলোচ্য আয়াতে আল্লাহ সমাজ ও সভ্যতা রক্ষার কয়েকটি চাবিকাঠি বর্ণনা করেছেন। কেননা সত্কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের ওপর শুধু সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিহিত নয়, বরং এর ওপর মানুষের ধর্মীয় জীবনের নিরাপত্তা এখানে নিহিত। কেননা সমাজে অন্যায়ের প্রসার ঘটলে মানুষ সবদিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে ধৈর্য্য ইহকাল ও পরকাল উভয়ে জগতের কল্যাণ নিশ্চিত করে।

    ৬. ব্যক্তিগত জীবনের শিষ্টাচার : ইরশাদ হয়েছে, ‘অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা কোরো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ কোরো না; নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত, অহঙ্কারীকে পছন্দ করেন না। তুমি পদক্ষেপ কোরো সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু কোরো; নিশ্চয়ই সুরের মধ্যে গাধার সুরই সবচেয়ে অপ্রীতিকর।’  (সুরা লোকমান, আয়াত : ১৮-১৯)

    আয়াতদ্বয়ে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনের কয়েকটি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। যার মূলত কথা জীবনে বিনয়ী ও নম্র হওয়া। আর মুমিন যখন আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে। তখন আল্লাহ দুনিয়া ও আখেরাতে তাঁর মর্যাদা বাড়িয়ে দেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লহার জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৫৮৮)

    লোকমান (রহ.) অনুসরণীয়

    মহান আল্লাহ লোকমান (রহ.)-এর বর্ণনা অনর্থক দেননি, বরং তিনি শিশু ও সন্তানের শিক্ষাদানে লোকমান (রহ.)-কে পরবর্তী মানুষের জন্য অনুসরণীয় করেছেন। তিনি তাঁকে জ্ঞান নামক কল্যাণ দান করেছিলেন। আর ইরশাদ হয়েছে, ‘তিনি যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন। আর যাকে হিকমত প্রদান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। এবং বোধশক্তিসম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে।’ (সুরা বাকারা, আয়াত : ২৬৯)

    আল্লাহ সবাইকে দ্বিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন।

  • রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে এই সপ্তাহে: হোয়াইট হাউস

    রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে এই সপ্তাহে: হোয়াইট হাউস

    তিন বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাত এই সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউস জানিয়েছে, ‘এই সপ্তাহে’ অবসান হতে পারে রাশিয়া-ইউক্রেন সংঘাত। খবর আনাদোলুর

    ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছেন একমাসের বেশি হয়ে গেছে। তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগে থেকেই এই সংঘাত বন্ধের বিষয়ে সোচ্চার ছিলেন। সম্প্রতি এ বিষয়ে তিনি জোরালো তৎপরতা শুরু করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া-ইউক্রেনের সংঘাতের অবসান ‘এই সপ্তাহেই’ হতে পারে।

    গত শনিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর জন্য রাশিয়ার সাথে একটি চুক্তি আলোচনার বিষয়ে আত্মবিশ্বাসী। তিন বছর ধরে চলা এই যুদ্ধ এই সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

    এদিকে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) থেকে ফিরে সাউথ লনে সাংবাদিকদের লেভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল এই সংঘাতের অবসান ঘটাতে এই যুদ্ধের উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর খুব বেশি মনোযোগী। প্রেসিডেন্ট নিজেও খুব আত্মবিশ্বাসী যে- আমরা এই সপ্তাহে এটি সম্পন্ন করতে পারব।”

    লেভিট বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ এই সপ্তাহান্তে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘দিন-রাত’ কাজ করবেন। এছাড়া অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিজেও খনিজ ব্যবহার সংক্রান্ত ইউক্রেনের সাথে একটি প্রস্তাবিত চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

    মুখপাত্র ক্যারোলিন লেভিট আরও বলেন, “ইউক্রেনের গুরুত্বপূর্ণ এসব খনিজ পদার্থ প্রেসিডেন্টের (ট্রাম্প) জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমেরিকান ট্যাক্স ডলার ফিরিয়ে আনবে।”

    এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আর “কোনও অপশন নেই” এবং আন্তর্জাতিক নেতাদের সাথে ভবিষ্যতে শান্তি আলোচনা থেকে তাকে বাদ দেয়া উচিত বলে ট্রাম্প দাবি করেছিলেন। এর ঠিক পরেই হোয়াইট হাউসের মুখপাত্রের কাছ থেকে এমন মন্তব্য আসলো।

    উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইউক্রেনে যুদ্ধের অবসানের লক্ষ্যে বৃহত্তর আলোচনার অংশ হিসেবে রেয়ার আর্থ খনিজ সম্পদের চুক্তির প্রস্তাব দিয়েছে। মূলত ইউক্রেনের প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। যেগুলো অস্ত্র, বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন পণ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

    পৃথিবীর অনেক দেশেই এসব সম্পদ নেই। আর থেকে থাকলেও এগুলো আহরণ করা একদমই সহজ কাজ নয়। এছাড়া ইউক্রেনের পাশাপাশি চীনেও এমন প্রাকৃতিক সম্পদ রয়েছে। সেজন্য ধারণা করা হয়, চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ইউক্রেনের সম্পদের দিকে নজর দিয়েছে।

  • সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে

    সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে

    সৌদির আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার শঙ্কা তৈরি হয়েছে।

    সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশেন জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলে।

    এই কয়েকদিন উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা ০ ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই, সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে।

    দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রও (এনসিএম) তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।

    শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা ও মক্কার উপকূলীয় এলাকাগুলোয়— সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ, নাজরানসহ বিভিন্ন জায়গায় ধূলি ও বালু ঝড় হতে পারে।

    আবহাওয়াবিদরা বলেছেন, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। এই শৈত্যপ্রবাহ সেটিরই অংশ।

    এদিকে আর মাত্র চার থেকে পাঁচদিন পর সৌদিতে শুরু হতে যাচ্ছে পবিত্র মাস রমজান। যদি আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায় তাহলে ১ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এ মাস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সৌদিতে এবারের রমজান মাসের পুরোটা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে। সূত্র: গালফ নিউজ

  • বাগেরহাটে “নবায়নযোগ্য জ্বালানি ও তারুণ্য” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বাগেরহাটে “নবায়নযোগ্য জ্বালানি ও তারুণ্য” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বাগেরহাট প্রতিনিধি:

    ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এর উদ্যোগে “নবায়নযোগ্য জ্বালানি ও তারুণ্য” বিষয়ক এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ দিন ব্যাপী বির্তকের আজ প্রথম দিন সোমবার (২৪ ফেব্রুয়ারী) কে,জে ,এস, পি ইউ রাজাপুর স্কুল এন্ড কলেজে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

    আজকের বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় ছিল “জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ করে, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বেকারত্ব দূরীভূত হবে”। এই বিষয়ে শিক্ষার্থীরা তাদের যুক্তি ও মতামত উপস্থাপন করে। নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং এর প্রসারে তরুণদের ভূমিকা নিয়ে প্রতিযোগীরা বিশদ আলোচনা করে।

    অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক কার্তিক চন্দ্র দাশ এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষন নলিনি রঞ্জন পাল, সহকারী প্রধান শিক্ষিক সুজিত কুমার দাস এবং পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সহ-সভাপতি মোল্লা মনিরুজ্জামান নাম। তাদের উপস্থিতিতে প্রতিযোগিতাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন

    আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন

    হঠাৎ করে কেন আইনশৃঙ্খলার অবনতি হলো গোয়েন্দা বাহিনীর কাছে তা জানতে চাওয়া হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে তারা জানাবে বলেও জানান শফিকুল।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলার বিষয় জানতে চাওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তা জানাবে।

    প্রেস সচিব আরও বলেন, মানুষের জানমালের রক্ষার দায়িত্ব সরকারের। যেকোনো উপায়ে সরকার তা করবে। রাত থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় কম্বাইন্ড পেট্রোলিং বাড়ানো হবে। আশা করছি দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।

    সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জ রাত থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। মানুষকে আশ্বস্ত করছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। যখন দায়িত্ব নিয়েছি তখন পুলিশ যতটা নিঃস্পৃহ ছিল, এখন সেখান থেকে উন্নতি হয়েছে।

  • রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত

    রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত

    পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজানে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। যথারীতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

    তবে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব জানানো হয়। এতে বলা হয়, হিজরি ১৪৪৬ (২০২৫ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।

  • যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের সঙ্গে বিএএসএম’র সমোঝোতা স্মারক সই

    যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের সঙ্গে বিএএসএম’র সমোঝোতা স্মারক সই

    যবিপ্রবি প্রতিনিধি:
    ব্যবসায় শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষা কেন্দ্র ও গবেষণাসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সঙ্গে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটস (বিএএসএম) এর একটি সমোঝোতা স্মারক সই হয়েছে।

    যবিপ্রবির প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল ৯:৩০ টায় এ সমঝোতা স্মারক সই হয়। যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের পক্ষে অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন  এবং বিএএসএম’র  পক্ষে এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরি প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারক সইয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ফলে যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত শিক্ষার্থীরা দুই প্রতিষ্ঠানের সম্মিলিত গবেষণা সম্পাদন করতে পারবে। সিকিউরিটি এক্সচেঞ্জ, ফিন্যান্সিয়াল এডুকেশনসহ শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ থাকবে। এটির ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের সুন্দর ও মসৃন ক্যারিয়ার গঠন করতে পারবেন।

    সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, এফবি বিভাগের সহকারী অধ্যাপক এ. এইচ. এম শাহারিয়ার, বিএএসএম এর ড. রোহান সারওয়ার, সাদ্দাম হোসাইন, সহকারী পরিচালক আসলাম শেখ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ফজলুর রহমান, এফবি বিভাগের প্রভাষক মো. শাহনুর রহমান, মার্কেটিং বিভাগের প্রভাষক এস এম মনিরুল ইসলাম, মো. বেলাল হোসেন প্রমুখ।