যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কলেজছাত্র নিহত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:২৩:৪২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭২৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের ওয়েনহ্যামে ১২৮ নম্বর সড়কে একটি দুর্ঘটনায় বাংলাদেশি এক কলেজ-শিক্ষার্থী নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বেভারলি সীমান্তের কাছে একটি রোলওভার দুর্ঘটনা এবং একজন ব্যক্তির আটকে পড়ার খবর পান পুলিশ ও দমকলহিনীর সদস্যরা।

ওয়েনহ্যাম পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে কেবল একজন ব্যক্তি ছিলেন। পুরো গাড়িটি উল্টে যাওয়ায় চালক ভেতরে আটকে পড়েছিলেন। বেভারলি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। কর্মকর্তারা জানান, গাড়ি থেকে ব্যক্তিটিকে বের করতে হাইড্রোলিক এক্সট্রিকেশন সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে।

ম্যাসাচুসেটস স্টেট পুলিশ জানিয়েছে, এক্সিট বা বাহির পথ ৪৮/গ্রেপভাইন রোডে উত্তরমুখী সকল লেন বন্ধ করা হয়েছিল, তবে পরে সেগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।

নিহত কলেজ শিক্ষার্থীর বাবা লীন প্রবাসী দীপক সিং জানান, তার ছেলে প্রতিক সিং (২৪) সালেম স্টেট কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজ ড্রপ আউটের পর চাকুরি করছিল। তাদের দেশের বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা থানায়। তিনি দীর্ঘ ১৬ বছর যুক্তরাষ্ট্রে এসেছেন কিন্তু  স্ত্রী ও দুই ছেলে এসেছেন ১২ বছর আগে। তিনি বোস্টনের পার্শ্ববর্তী লীন শহরে বসবাস করছিলেন। পুলিশ গাড়ির রোলওভার দুর্ঘটনাটি তদন্ত করছে।

ট্যাগস :

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কলেজছাত্র নিহত

আপডেট সময় : ০২:২৩:৪২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের ওয়েনহ্যামে ১২৮ নম্বর সড়কে একটি দুর্ঘটনায় বাংলাদেশি এক কলেজ-শিক্ষার্থী নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বেভারলি সীমান্তের কাছে একটি রোলওভার দুর্ঘটনা এবং একজন ব্যক্তির আটকে পড়ার খবর পান পুলিশ ও দমকলহিনীর সদস্যরা।

ওয়েনহ্যাম পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে কেবল একজন ব্যক্তি ছিলেন। পুরো গাড়িটি উল্টে যাওয়ায় চালক ভেতরে আটকে পড়েছিলেন। বেভারলি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। কর্মকর্তারা জানান, গাড়ি থেকে ব্যক্তিটিকে বের করতে হাইড্রোলিক এক্সট্রিকেশন সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে।

ম্যাসাচুসেটস স্টেট পুলিশ জানিয়েছে, এক্সিট বা বাহির পথ ৪৮/গ্রেপভাইন রোডে উত্তরমুখী সকল লেন বন্ধ করা হয়েছিল, তবে পরে সেগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।

নিহত কলেজ শিক্ষার্থীর বাবা লীন প্রবাসী দীপক সিং জানান, তার ছেলে প্রতিক সিং (২৪) সালেম স্টেট কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজ ড্রপ আউটের পর চাকুরি করছিল। তাদের দেশের বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা থানায়। তিনি দীর্ঘ ১৬ বছর যুক্তরাষ্ট্রে এসেছেন কিন্তু  স্ত্রী ও দুই ছেলে এসেছেন ১২ বছর আগে। তিনি বোস্টনের পার্শ্ববর্তী লীন শহরে বসবাস করছিলেন। পুলিশ গাড়ির রোলওভার দুর্ঘটনাটি তদন্ত করছে।