রোজায় ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:১৪:৫৯ অপরাহ্ণ, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে
রমজান সামনে রেখে মার্চে এবং পরবর্তী এপ্রিলে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেওয়া হবে। এছাড়াও ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এসব চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে। জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘ভূমির কাগজপত্রের কাজ নিয়ে মানুষের হয়রানি বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জেলা প্রশাসকরা যাতে এ কাজে সহায়তা করেন সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন পর্যন্ত যত ভালো নির্বাচন হয়েছে সেটা প্রশাসনের হাত দিয়ে হয়েছে। আবার খারাপ নির্বাচনও প্রশাসনের হাত দিয়েই হয়েছে। প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের হাত দিয়েই ভালো নির্বাচন হবে।’

ট্যাগস :

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার

রোজায় ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

আপডেট সময় : ১২:১৪:৫৯ অপরাহ্ণ, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
রমজান সামনে রেখে মার্চে এবং পরবর্তী এপ্রিলে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেওয়া হবে। এছাড়াও ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এসব চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে। জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘ভূমির কাগজপত্রের কাজ নিয়ে মানুষের হয়রানি বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জেলা প্রশাসকরা যাতে এ কাজে সহায়তা করেন সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন পর্যন্ত যত ভালো নির্বাচন হয়েছে সেটা প্রশাসনের হাত দিয়ে হয়েছে। আবার খারাপ নির্বাচনও প্রশাসনের হাত দিয়েই হয়েছে। প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের হাত দিয়েই ভালো নির্বাচন হবে।’