শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
  • ৭৫২ বার পড়া হয়েছে
লাবিব, জবি প্রতিনিধি:
গতকাল ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনকিলাব মঞ্চ।
সোমবার দুপুর দুইটায় মিছিলটি শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান চত্বর ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে করা আন্দোলনে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ইবতেদায়ী শিক্ষকরা যে বেতন পায় সেটা কখনোই একটা পরিবার চালানোর জন্য উপযুক্ত না। আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ পরবর্তী সময়ে পুলিশ তাদের আচরণ পরিবর্তন করবে। কিন্তু তারা একের পর এক ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে আন্দোলনকারীদের উপর।
জাস্টিস ফর জুলাই এর আহ্বায়ক সজিবুর রহমান বলেন, আমরা পুলিশকে রিফর্ম এর কথা বলেছি। পুলিশ এর পূর্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্ষুদ্রনৃগোষ্ঠীদের আন্দোলনে হামলা চালিয়েছে। গতকাল তারা ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলা করলো। ৫ আগষ্ট পরবর্তী স্বাধীন দেশে আমরা আশা করি আমরা আমাদের দাবি সরকারের সামনে উপস্থাপন করতে পারবো। পুলিশ বাহিনী আমাদের উপর কোনোভাবেই হামলার অধিকার রাখে না। আমরা এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে কোনো ক্লারিফিকেশন দিতে দেখিনি। আমরা দাবি জানাই যেন পুলিশ এখন পর্যন্ত আন্দোলনকারীদের উপর যেসকল হামলা চালিয়েছে তার সুষ্ঠু বিচার হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা ইসলাম বলেন, বাংলাদেশের ৫৪ শতাংশ শিক্ষার্থী ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করছে। এর পরও কেন ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করা হবে না। তারা যাদের উপর হামলা করেছে তারা কোনো সন্ত্রাসী না, তারা পিতৃতুল্য শিক্ষক। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা মাতৃতুল্য শিক্ষিকাদের উপরও একই ভাবে হামলা চালিয়েছে। আমরা পুলিশের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ  বলেন, ২ হাজার শহীদের বিনিময়ে যে বাংলাদেশ, সেখানে স্বৈরাচারী আচরন করা যাবে না। স্বরাষ্ট্র বিভাগের আওতায় পুলিশকে রাখা যাবে না। সরকার বলছে, রাজস্ব পাবো কোথায়? জনগণ ট্যাক্স দেয় না? সেগুলো কোথায় যায়। ইন্টেরিম সরকারকে তাঁদের সকল দাবি মেনে নিতে হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
লাবিব, জবি প্রতিনিধি:
গতকাল ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনকিলাব মঞ্চ।
সোমবার দুপুর দুইটায় মিছিলটি শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান চত্বর ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে করা আন্দোলনে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ইবতেদায়ী শিক্ষকরা যে বেতন পায় সেটা কখনোই একটা পরিবার চালানোর জন্য উপযুক্ত না। আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ পরবর্তী সময়ে পুলিশ তাদের আচরণ পরিবর্তন করবে। কিন্তু তারা একের পর এক ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে আন্দোলনকারীদের উপর।
জাস্টিস ফর জুলাই এর আহ্বায়ক সজিবুর রহমান বলেন, আমরা পুলিশকে রিফর্ম এর কথা বলেছি। পুলিশ এর পূর্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্ষুদ্রনৃগোষ্ঠীদের আন্দোলনে হামলা চালিয়েছে। গতকাল তারা ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলা করলো। ৫ আগষ্ট পরবর্তী স্বাধীন দেশে আমরা আশা করি আমরা আমাদের দাবি সরকারের সামনে উপস্থাপন করতে পারবো। পুলিশ বাহিনী আমাদের উপর কোনোভাবেই হামলার অধিকার রাখে না। আমরা এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে কোনো ক্লারিফিকেশন দিতে দেখিনি। আমরা দাবি জানাই যেন পুলিশ এখন পর্যন্ত আন্দোলনকারীদের উপর যেসকল হামলা চালিয়েছে তার সুষ্ঠু বিচার হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা ইসলাম বলেন, বাংলাদেশের ৫৪ শতাংশ শিক্ষার্থী ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করছে। এর পরও কেন ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করা হবে না। তারা যাদের উপর হামলা করেছে তারা কোনো সন্ত্রাসী না, তারা পিতৃতুল্য শিক্ষক। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা মাতৃতুল্য শিক্ষিকাদের উপরও একই ভাবে হামলা চালিয়েছে। আমরা পুলিশের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ  বলেন, ২ হাজার শহীদের বিনিময়ে যে বাংলাদেশ, সেখানে স্বৈরাচারী আচরন করা যাবে না। স্বরাষ্ট্র বিভাগের আওতায় পুলিশকে রাখা যাবে না। সরকার বলছে, রাজস্ব পাবো কোথায়? জনগণ ট্যাক্স দেয় না? সেগুলো কোথায় যায়। ইন্টেরিম সরকারকে তাঁদের সকল দাবি মেনে নিতে হবে।