শিরোনাম :
Logo ৪২ ডিগ্রি তাপে পুড়ছে চুয়াডাঙ্গা Logo ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি হেনরী Logo নিজ দেশের শিখদের উপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ভারত! Logo বোরখা পড়া শিক্ষার্থীকে কালো কাকের সাথে তুলনা করেন রাবি শিক্ষক রফিকুল Logo ভারতে বাংলাদেশি ৪ ইউটিউব চ্যানেল ব্লক Logo সার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদক Logo কচুয়ায় কহলথুড়ি ফুটবল একাডেমীর উদ্যোগে টুর্নামেন্ট উদ্বোধন Logo চুয়াডাঙ্গায় বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo ইবিতে আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

রাবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৩ শতাংশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৯:১০ অপরাহ্ণ, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে
প্রতিনিধি, রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯২.৯৫ শতাংশ।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯২.৯৫ শতাংশ।
অধ্যাপক বেলাল আরও জানান, আজকের পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১২,৮৬৫ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১১,৯৫০ জন এবং অনুপস্থিত ছিলেন ৯১৫ জন।
এর আগে, আঞ্চলিক কেন্দ্র হিসেবে এদিন সকাল ১১টায় শুরু হয় কলা অনুষদের ভর্তি পরীক্ষা যা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।
সরেজমিনে দেখা গেছে, রাজশাহীর আশপাশের জেলা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভিড় জমিয়েছেন। পরীক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় সময় ও ভ্রমণ খরচ কমেছে। কেন্দ্রে পরিবেশ ও ব্যবস্থাপনা যথাযথ ছিল। তবে, অনেকেই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ও থাকা-খাওয়ার কিছু অসুবিধার কথা উল্লেখ করেছেন।
পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সবার অনুভূতির জায়গা। কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছি। প্রশ্ন কিছুটা কঠিন ছিল, তবে সাধ্যমতো চেষ্টা করেছি।”
অভিভাবক সেলিম উদ্দিন বলেন, “সন্তান আজ তার পরিশ্রমের ফল দেখতে এসেছে। ঢাবিতে পড়ার সুযোগ পেলে তার জীবনে বড় পরিবর্তন আসবে। যদি চান্স না পায়, তবু আমি তার পাশে আছি এবং থাকব।”
নিরাপত্তা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। রোভার স্কাউট, বিএনসিসি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা বা শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সবার সহযোগিতায় ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।”
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহীতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছি।”
উল্লেখ্য, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৯৩৪টি আসনের বিপরীতে ১,২৫,৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য লড়াই করবেন ৪৩ জন শিক্ষার্থী। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ট্যাগস :

৪২ ডিগ্রি তাপে পুড়ছে চুয়াডাঙ্গা

রাবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৩ শতাংশ

আপডেট সময় : ০৪:৪৯:১০ অপরাহ্ণ, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
প্রতিনিধি, রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯২.৯৫ শতাংশ।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯২.৯৫ শতাংশ।
অধ্যাপক বেলাল আরও জানান, আজকের পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১২,৮৬৫ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১১,৯৫০ জন এবং অনুপস্থিত ছিলেন ৯১৫ জন।
এর আগে, আঞ্চলিক কেন্দ্র হিসেবে এদিন সকাল ১১টায় শুরু হয় কলা অনুষদের ভর্তি পরীক্ষা যা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।
সরেজমিনে দেখা গেছে, রাজশাহীর আশপাশের জেলা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভিড় জমিয়েছেন। পরীক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় সময় ও ভ্রমণ খরচ কমেছে। কেন্দ্রে পরিবেশ ও ব্যবস্থাপনা যথাযথ ছিল। তবে, অনেকেই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ও থাকা-খাওয়ার কিছু অসুবিধার কথা উল্লেখ করেছেন।
পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সবার অনুভূতির জায়গা। কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছি। প্রশ্ন কিছুটা কঠিন ছিল, তবে সাধ্যমতো চেষ্টা করেছি।”
অভিভাবক সেলিম উদ্দিন বলেন, “সন্তান আজ তার পরিশ্রমের ফল দেখতে এসেছে। ঢাবিতে পড়ার সুযোগ পেলে তার জীবনে বড় পরিবর্তন আসবে। যদি চান্স না পায়, তবু আমি তার পাশে আছি এবং থাকব।”
নিরাপত্তা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। রোভার স্কাউট, বিএনসিসি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা বা শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সবার সহযোগিতায় ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।”
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহীতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছি।”
উল্লেখ্য, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৯৩৪টি আসনের বিপরীতে ১,২৫,৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য লড়াই করবেন ৪৩ জন শিক্ষার্থী। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।