শ্রমিকদের লভ্যাংশ না দেয়ায় শেভরনের বিরুদ্ধে হাইকোর্টের রুল!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্রম আইনের বিধান অনুসারে শ্রমিকদেরকে বছরের পর বছর লভ্যাংশ না দেয়ায় তেল-গ্যাস উত্তোলনকারী বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
৫৩৯ জন শ্রমিকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে শ্রমসচিব, বিদ্যুৎ ও জ্বালানি সচিব, শ্রম অধিদফতরের মহাপরিচালক, প্রধান কারখানা পরিদর্শক, বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: মোখলেছুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের লভ্যাংশ না দেয়ায় শেভরনের বিরুদ্ধে হাইকোর্টের রুল!

আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

শ্রম আইনের বিধান অনুসারে শ্রমিকদেরকে বছরের পর বছর লভ্যাংশ না দেয়ায় তেল-গ্যাস উত্তোলনকারী বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
৫৩৯ জন শ্রমিকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে শ্রমসচিব, বিদ্যুৎ ও জ্বালানি সচিব, শ্রম অধিদফতরের মহাপরিচালক, প্রধান কারখানা পরিদর্শক, বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: মোখলেছুর রহমান।