গলায় ক্যান্সারের উপসর্গ

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:০৬:০৩ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাধারণত আমরা ক্যান্সার বলতে ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, পোস্টেট ক্যান্সার এবং মহিলাদের ব্রেস্ট ও জরায়ুর ক্যান্সারকে অধিক বুঝি অথবা অধিক শুনে থাকি। কিন্তু গলার ক্যান্সারও হতে পারে এবং এ ধরনের ক্যান্সারের ঝুঁকিসমূহ আমরা অনেক ক্ষেত্রে অবহেলা করে থাকি। আপনার গলায় যদি কোনো লাম্প বা চাকা প্রতীয়মান হয় তাহলে প্রথমে বুঝতে হবে গলার ক্যান্সারের ঝুঁকির কথা। এমনই বলেছেন, নিউইয়র্কের মাউন্ট সাইনাই হেলথ সিস্টেম-এর ইএনটি বিভাগের চেয়ারম্যান ড: এরিক জেনডেন।

সাধারণত এ ধরনের চাকা গলার সম্মুখভাগে চোয়ালের নীচে থাকে। ঘাড়ের যে কোনো পাশেই এ ধরনের চাকা হতে পারে। গলায় বা ঘাড়ে এ ধরনের চাকা হলে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। এছাড়া গলার স্বর বা কণ্ঠস্বরের পরিবর্তন, যদি আপনার পার্টনারের এইচপিভি সংক্রমণ ঘটে থাকে, যদি সারাক্ষণ মনে হয় আপনার গলায় কিছু আটকে আছে, কাশির সঙ্গে যদি রক্ত যায়, প্রায়শই বা বারবার গলায় ইনফেকশন বা থ্রট ইনফেকশন হয় তাহলে এসব অবহেলা করা উচিত নয়। এ ধরনের লক্ষণ থাকলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত।

ট্যাগস :

গলায় ক্যান্সারের উপসর্গ

আপডেট সময় : ০৩:০৬:০৩ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

সাধারণত আমরা ক্যান্সার বলতে ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, পোস্টেট ক্যান্সার এবং মহিলাদের ব্রেস্ট ও জরায়ুর ক্যান্সারকে অধিক বুঝি অথবা অধিক শুনে থাকি। কিন্তু গলার ক্যান্সারও হতে পারে এবং এ ধরনের ক্যান্সারের ঝুঁকিসমূহ আমরা অনেক ক্ষেত্রে অবহেলা করে থাকি। আপনার গলায় যদি কোনো লাম্প বা চাকা প্রতীয়মান হয় তাহলে প্রথমে বুঝতে হবে গলার ক্যান্সারের ঝুঁকির কথা। এমনই বলেছেন, নিউইয়র্কের মাউন্ট সাইনাই হেলথ সিস্টেম-এর ইএনটি বিভাগের চেয়ারম্যান ড: এরিক জেনডেন।

সাধারণত এ ধরনের চাকা গলার সম্মুখভাগে চোয়ালের নীচে থাকে। ঘাড়ের যে কোনো পাশেই এ ধরনের চাকা হতে পারে। গলায় বা ঘাড়ে এ ধরনের চাকা হলে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। এছাড়া গলার স্বর বা কণ্ঠস্বরের পরিবর্তন, যদি আপনার পার্টনারের এইচপিভি সংক্রমণ ঘটে থাকে, যদি সারাক্ষণ মনে হয় আপনার গলায় কিছু আটকে আছে, কাশির সঙ্গে যদি রক্ত যায়, প্রায়শই বা বারবার গলায় ইনফেকশন বা থ্রট ইনফেকশন হয় তাহলে এসব অবহেলা করা উচিত নয়। এ ধরনের লক্ষণ থাকলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত।