শিরোনাম :
Logo মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ Logo শ্রীলংকার সংগ্রহ ২৪৪ রান আসালঙ্কার সেঞ্চুরি Logo এসিআইসহ ৬ রাইস মিলের জরিমানা Logo ইবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা পেলেন আর্থিক অনুদান  Logo চাঁদপুর জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Logo ইবিতে হবে দেশের প্রথম ইসলামিক ফাউন্ডেশন কর্ণার- মহা পরিচালক। Logo চাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্টে বাবা ছেলের মৃত্যু! Logo দৈনিক চাঁদপুর খবর পত্রিকার আয়োজনে নবনির্বাচিত দু’জনকে সংবর্ধনা Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী কৃতজ্ঞতা Logo হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

অত্যাধুনিক অ্যাডভেঞ্চার বাইক নিয়ে এল ডুকাটি !

  • আপডেট সময় : ১২:৫৬:১১ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডুকাটি এমন একটা ব্র্যান্ড যার সঙ্গে আভিজাত্য, স্টাইল, অত্যাধুনিক প্রযুক্তি এবং পারফরম্যান্স— এই শব্দগুলো ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। গত তিন বছরে ইতালির বিখ্যাত এই বাইক প্রস্তুতকারক সংস্থাটি ভারতে বেশ ভাল সাড়া ফেলেছে। দুর্দান্ত ফিচার ও মডেলের বাইক এনে ইতিমধ্যেই মন জয় করেছে বাইকপ্রেমীদের।

বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে বাইকপ্রেমীদের মধ্যে অ্যাডভেঞ্চার বাইকের প্রতি ঝোঁক বেড়েছে। সেই ঝোঁককে মূলধন করে এক অ্যাডভেঞ্চার বাইক নিয়ে হাজির হল ডুকাটি ইন্ডিয়া। যে মডেল আনল সংস্থাটি তা নিঃসন্দেহে বাইকপ্রেমীদের উদ্দীপনার গতি আরও বহু গুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ডুকাটি ইন্ডিয়া এ বার বাজারে নিয়ে এল মাল্টিস্ট্রাডা ১২৬০। মাল্টিস্ট্রাডা সিরিজের মধ্যে এই বাইকটি সবচেয়ে শক্তিশালী।

কী রয়েছে এই বাইকে?

১,২৬২ সিসির এল-টুইন ডিভিটি টেস্টাস্ট্রেট্টা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটিতে। যা এত দিন ব্যবহার করা হত ডুকাটি এক্সডায়াভেল মডেলটিতে। ১২৬০ সিরিজের বাইকগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য আরও স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিতে মুড়ে দেওয়া হয়েছে বাইকটিকে।  মাল্টিস্ট্রাডার অন্য মডেলের মতোই এতে রয়েছে ডুকাটি মাল্টিমিডিয়া সিস্টেম। যা স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যাবে। এ ছাড়াও রয়েছে এবিএস, কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল এবং হুইলি কন্ট্রোল,টিএফটি ইনস্ট্রুমেন্টেশন কনসোল এবং কর্নারিং ল্যাম্প।

আন্তর্জাতিক বাজারে ডুকাটি মাল্টিস্ট্রাডার চারটে মডেল এনেছে বলে জানা গিয়েছে। সেগুলো হল— মাল্টিস্ট্রাডা ১২৬০, ১২৬০ এস, ১২৬০ ডি-এয়ার এবং ১২৬০ পাইকস পিক। তবে ভারতে ১২৬০ এবং ১২৬০ এস— এই মডেল দুটোই আপাতত আনা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতে ১২৬০ মডেলের দাম ১৬ লক্ষ টাকা, এবং ১২৬০ এস মডেলের দাম ১৮ লক্ষ টাকা  হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ

অত্যাধুনিক অ্যাডভেঞ্চার বাইক নিয়ে এল ডুকাটি !

আপডেট সময় : ১২:৫৬:১১ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮

নিউজ ডেস্ক:

ডুকাটি এমন একটা ব্র্যান্ড যার সঙ্গে আভিজাত্য, স্টাইল, অত্যাধুনিক প্রযুক্তি এবং পারফরম্যান্স— এই শব্দগুলো ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। গত তিন বছরে ইতালির বিখ্যাত এই বাইক প্রস্তুতকারক সংস্থাটি ভারতে বেশ ভাল সাড়া ফেলেছে। দুর্দান্ত ফিচার ও মডেলের বাইক এনে ইতিমধ্যেই মন জয় করেছে বাইকপ্রেমীদের।

বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে বাইকপ্রেমীদের মধ্যে অ্যাডভেঞ্চার বাইকের প্রতি ঝোঁক বেড়েছে। সেই ঝোঁককে মূলধন করে এক অ্যাডভেঞ্চার বাইক নিয়ে হাজির হল ডুকাটি ইন্ডিয়া। যে মডেল আনল সংস্থাটি তা নিঃসন্দেহে বাইকপ্রেমীদের উদ্দীপনার গতি আরও বহু গুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ডুকাটি ইন্ডিয়া এ বার বাজারে নিয়ে এল মাল্টিস্ট্রাডা ১২৬০। মাল্টিস্ট্রাডা সিরিজের মধ্যে এই বাইকটি সবচেয়ে শক্তিশালী।

কী রয়েছে এই বাইকে?

১,২৬২ সিসির এল-টুইন ডিভিটি টেস্টাস্ট্রেট্টা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটিতে। যা এত দিন ব্যবহার করা হত ডুকাটি এক্সডায়াভেল মডেলটিতে। ১২৬০ সিরিজের বাইকগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য আরও স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিতে মুড়ে দেওয়া হয়েছে বাইকটিকে।  মাল্টিস্ট্রাডার অন্য মডেলের মতোই এতে রয়েছে ডুকাটি মাল্টিমিডিয়া সিস্টেম। যা স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যাবে। এ ছাড়াও রয়েছে এবিএস, কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল এবং হুইলি কন্ট্রোল,টিএফটি ইনস্ট্রুমেন্টেশন কনসোল এবং কর্নারিং ল্যাম্প।

আন্তর্জাতিক বাজারে ডুকাটি মাল্টিস্ট্রাডার চারটে মডেল এনেছে বলে জানা গিয়েছে। সেগুলো হল— মাল্টিস্ট্রাডা ১২৬০, ১২৬০ এস, ১২৬০ ডি-এয়ার এবং ১২৬০ পাইকস পিক। তবে ভারতে ১২৬০ এবং ১২৬০ এস— এই মডেল দুটোই আপাতত আনা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতে ১২৬০ মডেলের দাম ১৬ লক্ষ টাকা, এবং ১২৬০ এস মডেলের দাম ১৮ লক্ষ টাকা  হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।।