ইজতেমায় বোরকা পরে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা, যুবক আটক !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫০:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টঙ্গীর বিশ্ব ইজতেমায় বোরকা পরে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আলী মুন্সী (২৭)। সে চাঁদপুর জেলা শহরের ষোলঘর এলাকার মকবুল হোসেন মুন্সীর ছেলে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় আটক ওই যুবক মানসিক প্রতিবন্ধী বলে ধারণা পুলিশের।পুলিশ ও মুসল্লিরা জানান, ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশের বিদেশি নিবাসে বৃহস্পতিবার বিকেলে আলী মুন্সী প্রবেশের চেষ্টা করে। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনার কিছু সময় পর ওই যুবক বোরকা পরে পুনরায় বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা করে।

বোরকা পরে ইজতেমা ময়দানে তাকে আসতে দেখে নিরাপত্তা কর্মী ও অন্যান্য মুসল্লিদের সন্দেহ হলে তারা তাকে আটক করে। পরে তার মুখের কাপড় সরিয়ে মুসল্লিরা নিশ্চিত হয় আটককৃত একজন পুরুষ। রাতে খবর পেয়ে পুলিশ ওই যুবককে ঘটনাস্থল থেকে আটক করে টঙ্গী মডেল থানায় নিয়ে আসে।

টঙ্গী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। সে পাগলের মতো আচরণ করছে ও কথা বলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইজতেমায় বোরকা পরে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা, যুবক আটক !

আপডেট সময় : ০২:৫০:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

টঙ্গীর বিশ্ব ইজতেমায় বোরকা পরে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আলী মুন্সী (২৭)। সে চাঁদপুর জেলা শহরের ষোলঘর এলাকার মকবুল হোসেন মুন্সীর ছেলে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় আটক ওই যুবক মানসিক প্রতিবন্ধী বলে ধারণা পুলিশের।পুলিশ ও মুসল্লিরা জানান, ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশের বিদেশি নিবাসে বৃহস্পতিবার বিকেলে আলী মুন্সী প্রবেশের চেষ্টা করে। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনার কিছু সময় পর ওই যুবক বোরকা পরে পুনরায় বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা করে।

বোরকা পরে ইজতেমা ময়দানে তাকে আসতে দেখে নিরাপত্তা কর্মী ও অন্যান্য মুসল্লিদের সন্দেহ হলে তারা তাকে আটক করে। পরে তার মুখের কাপড় সরিয়ে মুসল্লিরা নিশ্চিত হয় আটককৃত একজন পুরুষ। রাতে খবর পেয়ে পুলিশ ওই যুবককে ঘটনাস্থল থেকে আটক করে টঙ্গী মডেল থানায় নিয়ে আসে।

টঙ্গী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। সে পাগলের মতো আচরণ করছে ও কথা বলছে।