চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪এপ্রিল) বিকেলে ও রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার কাটাছরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেতৈয়া গ্রামের শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে সীমান্ত নাথ (২৪) ও উপজেলা খৈইয়াছড়া ইউনিয়নের পুর্ব পোলমোগরা গ্রামের নুরুনবী ম্যানেজার বাড়ি রিপনের মেয়ে সাদিয়া আফরিন যুথি(১৯)।
জানাগেছে, শুক্রবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রেফ্রিজারেটর মেকানিক সীমান্ত প্রাণ হারান। জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে,নিহত সীমান্তের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস মিরসরাইয়ের বড়তাকিয়া বাইপাস এলাকা অতিক্রম করার সময় একটি অটোরিকশা রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী যুথি প্রাণ হারান।
নিহত যুথির স্বামী ইয়াসিন জানান, শুক্রবার আমার বাসা থেকে যুথি বড়তাকিয়া দুয়ারু এলাকার তাঁর নানু বাড়ি যাচ্ছিল। বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকসাযোগে যাওয়ার পথে বাসের ধাক্বায় সে মারা যায়। সে এবার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।