শিরোনাম :
Logo চাঁদপুর জেলা জাসাসের মানববন্ধন ফ্যাসিবাদের উত্থান আর এই বাংলার মাটিতে হবেনা ………শেখ ফরিদ আহমেদ মানিক Logo সিনিয়র আরসিওয়াই ফোরাম চাঁদপুর ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সাজিদের মৃত্যুতে বিক্ষোভে উত্তাল ইবি, শিক্ষার্থীদের তদন্ত ও নিরাপত্তার দাবি Logo সাজিদের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo সড়ক দুর্ঘটনায় খুলনার জামায়াত নেতা নিহত Logo আজ গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ Logo জামায়াতের সমাবেশের জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Logo কচুয়া প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বরেন্দ্র জাদুঘর–ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু Logo নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলা

যেখানে ওজন কমালেই পুরস্কার ?

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫২:১১ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সুস্বাস্থ্যের জন্য অতিরিক্ত ওজন কমাতে সবাই চায়। এ জন্য কত রকমই না শারীরিক কসরত করতে হয়। কিন্তু ভাবুন তো সুস্বাস্থ্যের পাশাপাশি ওজন কমানোর জন্য যদি বাড়তি অর্থও পাওয়া যায় তাহলে কেমন হয়!

সম্প্রতি ওজন কমালেই পুরস্কার হিসেবে ডলার দেওয়ার ঘোষণা দিয়ে খবর এসেছেন চীনের এক অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা। ওয়াং জুবাও নামের এই ব্যক্তি উত্তর-পশ্চিম চীনের সাংসি প্রদেশের জিয়ান শহরে একটি বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি ঘোষণা দিয়েছেন, তার অফিসের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যদি তাদের ওজন কমায় তাহলে প্রতি ১ কিলোগ্রাম ওজন কমানোর জন্য ১৫ মার্কিন ডলার করে পুরস্কার দেওয়া হবে।

কিন্তু ওজন কমানোর জন্য এমন অদ্ভুত ঘোষণা কেন দিলেন? সিএন ওয়েস্ট পত্রিকার করা এক প্রশ্নের জবাবে ওয়াং জুবাও বলেন, ‘আমিসহ আমার প্রতিষ্ঠানে যারা কর্মরত অধিকাংশ সময়ই আমরা বসে কাজ করি। ফলে আমাদের হাঁটা-চলার সুযোগ খুব একটা হয়ে ওঠে না। এতে করে আমদের প্রত্যেকের স্থূলতা বেড়ে যাচ্ছে যা নিয়ে আমি খুব চিন্তিত। ওজন কমানোর জন্য পুরস্কারের এই ঘোষণার মাধ্যমে আশাকরি আমরা একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারব।’

গত মার্চ মাসে পুরস্কারের ঘোষণা দেওয়ায় পর তার অফিসের অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। মাসিক পুরস্কারের আশায় তারা স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছেন এবং নিয়মিত শরীরচর্চা কেন্দ্রে যাচ্ছেন। ইতিমধ্যে অফিসের প্রায় অর্ধেক কর্মী নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা শুরু করেছেন এবং তারা এখন অনেকই আগের তুলনায় বেশ ভালো আছেন।

জু উই নামের এক নারী কর্মকর্তা গত এক মাসে ওজন কমিয়েছেন ২০ কিলোগ্রাম এবং পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন ৩০০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ হাজার টাকা। নিজের এই অভিজ্ঞতা সম্পর্কে জু উই বলেন, ‘পুরস্কারের ঘোষণা দেয়ার আগে আমি সব কিছুই খেতাম। তবে এখন আমি মাশরুম ও ডিমের মতো স্বাস্থ্যকর খাবার বেশি খাই।’

চীনা মিডিয়াকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ওয়াং জুবাও বলেন, ‘আমি যা আশা করেছিলাম ফল তার থেকে বেশি পেয়েছি। তবে আমি নিজে এখনো পুরস্কার জিততে পারিনি। কারণ আপনি যখন বেশি স্থূল হবেন তখন তা কমাতেও সময় লাগবে।’

ওয়াং জুবাওয়ের এই ঘোষণা এমন সময় এসেছে যখন গোটা চীনে স্থূলতা একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক পরিসংখ্যানে দেখা যায়, ২০৩০ সাল নাগাদ চীনে প্রতি চার জন শিশুর এক জন স্থূলতা সমস্যায় ভুগবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা জাসাসের মানববন্ধন ফ্যাসিবাদের উত্থান আর এই বাংলার মাটিতে হবেনা ………শেখ ফরিদ আহমেদ মানিক

যেখানে ওজন কমালেই পুরস্কার ?

আপডেট সময় : ১২:৫২:১১ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

সুস্বাস্থ্যের জন্য অতিরিক্ত ওজন কমাতে সবাই চায়। এ জন্য কত রকমই না শারীরিক কসরত করতে হয়। কিন্তু ভাবুন তো সুস্বাস্থ্যের পাশাপাশি ওজন কমানোর জন্য যদি বাড়তি অর্থও পাওয়া যায় তাহলে কেমন হয়!

সম্প্রতি ওজন কমালেই পুরস্কার হিসেবে ডলার দেওয়ার ঘোষণা দিয়ে খবর এসেছেন চীনের এক অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা। ওয়াং জুবাও নামের এই ব্যক্তি উত্তর-পশ্চিম চীনের সাংসি প্রদেশের জিয়ান শহরে একটি বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি ঘোষণা দিয়েছেন, তার অফিসের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যদি তাদের ওজন কমায় তাহলে প্রতি ১ কিলোগ্রাম ওজন কমানোর জন্য ১৫ মার্কিন ডলার করে পুরস্কার দেওয়া হবে।

কিন্তু ওজন কমানোর জন্য এমন অদ্ভুত ঘোষণা কেন দিলেন? সিএন ওয়েস্ট পত্রিকার করা এক প্রশ্নের জবাবে ওয়াং জুবাও বলেন, ‘আমিসহ আমার প্রতিষ্ঠানে যারা কর্মরত অধিকাংশ সময়ই আমরা বসে কাজ করি। ফলে আমাদের হাঁটা-চলার সুযোগ খুব একটা হয়ে ওঠে না। এতে করে আমদের প্রত্যেকের স্থূলতা বেড়ে যাচ্ছে যা নিয়ে আমি খুব চিন্তিত। ওজন কমানোর জন্য পুরস্কারের এই ঘোষণার মাধ্যমে আশাকরি আমরা একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারব।’

গত মার্চ মাসে পুরস্কারের ঘোষণা দেওয়ায় পর তার অফিসের অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। মাসিক পুরস্কারের আশায় তারা স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছেন এবং নিয়মিত শরীরচর্চা কেন্দ্রে যাচ্ছেন। ইতিমধ্যে অফিসের প্রায় অর্ধেক কর্মী নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা শুরু করেছেন এবং তারা এখন অনেকই আগের তুলনায় বেশ ভালো আছেন।

জু উই নামের এক নারী কর্মকর্তা গত এক মাসে ওজন কমিয়েছেন ২০ কিলোগ্রাম এবং পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন ৩০০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ হাজার টাকা। নিজের এই অভিজ্ঞতা সম্পর্কে জু উই বলেন, ‘পুরস্কারের ঘোষণা দেয়ার আগে আমি সব কিছুই খেতাম। তবে এখন আমি মাশরুম ও ডিমের মতো স্বাস্থ্যকর খাবার বেশি খাই।’

চীনা মিডিয়াকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ওয়াং জুবাও বলেন, ‘আমি যা আশা করেছিলাম ফল তার থেকে বেশি পেয়েছি। তবে আমি নিজে এখনো পুরস্কার জিততে পারিনি। কারণ আপনি যখন বেশি স্থূল হবেন তখন তা কমাতেও সময় লাগবে।’

ওয়াং জুবাওয়ের এই ঘোষণা এমন সময় এসেছে যখন গোটা চীনে স্থূলতা একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক পরিসংখ্যানে দেখা যায়, ২০৩০ সাল নাগাদ চীনে প্রতি চার জন শিশুর এক জন স্থূলতা সমস্যায় ভুগবে।