সোমবার | ১ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় Logo সদরপুরে গার্ডিয়ান এর এরিয়া অফিস উদ্ভোধন অনুষ্ঠানে ১০ লাখ টাকার মৃত্যু দাবী চেক বিতরণ। Logo ৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী Logo হাবিপ্রবিতে মশার উপদ্রবে উদ্বিগ্ন শিক্ষার্থীরা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের Logo জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল Logo মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ Logo কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গণঅধিকার পরিষদ নেতা এনায়েত হাসিব

আধুনিক শিক্ষার জন্য আরো বেশি অনুদান দিতে হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৫:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে এখনও অনেক সমস্যা রয়েছে। সার্বিক আধুনিক শিক্ষার জন্য যে সুযোগ সুবিধা দরকার তার জন্য সরকারকে আরো বেশি অনুদান দিতে হবে।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউশনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত দিনব্যাপী জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

রাজ্জাক বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল পদ্ধতির দরকার নেই। আগে বইয়ে কোথাও সৃজনশীল ছিল না। আমাদের কিছু বুদ্ধিজীবী হয়তো বিশ্বের দু-একটা শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি দেখে এখানে এসে এটা চালু করেছেন। এ কথাগুলো আমি শিক্ষামন্ত্রীর সামনেও বলেছি। তবে এটা আমার ব্যক্তিগত কথা, আমার দলের বা সরকারের নয়।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের বিষয়ে আমাদের কিছু সমালোচনা রয়েছে, এই যে এখনও প্রশ্নপত্র আউট হচ্ছে। তারপর এমসিকিউ প্রশ্ন; আমি সরকারের একজন হয়ে বলছি, আপনারা যারা কলেজ-স্কুলে পড়ান, ‘মাল্টিপল চয়েস’ ৪০ নাম্বার- এটা কোথা থেকে আবিস্কার হয়েছে আমি জানি না। অনেক কষ্টে এ জাতি নকল বন্ধ করেছে। আবার এ এমসিকিউ, এবিসিডি’তে দাগ দিয়ে ৪০ নম্বর। আমি সবাইকে দোষারোপ করছি না। এটা ১০ বা ৫ নম্বর থাকতে পারে। ৪০ নম্বর থাকার কি দরকার ?

এর বদলে ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে বা এক বাক্যে উত্তরের প্রশ্ন থাকতে পারে। এর দ্বারা একজন ছাত্রকে ভালো করে যাচাইও করা যাবে। কি দরকার ৪০ নম্বরের এমসিকিউয়ের।
শিক্ষকদের সুযোগ সুবিধা প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘দেশ উন্নত হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই উন্নত দেশের পাশাপাশি আপনারা উন্নত সুযোগ সুবিধাও পাবেন। তবে আপনাদের দায়িত্ব সম্পর্কেও আপনাদের সচেতন হতে হবে।

স্বাশিপ সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ।

ট্যাগস :

নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আধুনিক শিক্ষার জন্য আরো বেশি অনুদান দিতে হবে !

আপডেট সময় : ০৬:০৫:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে এখনও অনেক সমস্যা রয়েছে। সার্বিক আধুনিক শিক্ষার জন্য যে সুযোগ সুবিধা দরকার তার জন্য সরকারকে আরো বেশি অনুদান দিতে হবে।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউশনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত দিনব্যাপী জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

রাজ্জাক বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল পদ্ধতির দরকার নেই। আগে বইয়ে কোথাও সৃজনশীল ছিল না। আমাদের কিছু বুদ্ধিজীবী হয়তো বিশ্বের দু-একটা শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি দেখে এখানে এসে এটা চালু করেছেন। এ কথাগুলো আমি শিক্ষামন্ত্রীর সামনেও বলেছি। তবে এটা আমার ব্যক্তিগত কথা, আমার দলের বা সরকারের নয়।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের বিষয়ে আমাদের কিছু সমালোচনা রয়েছে, এই যে এখনও প্রশ্নপত্র আউট হচ্ছে। তারপর এমসিকিউ প্রশ্ন; আমি সরকারের একজন হয়ে বলছি, আপনারা যারা কলেজ-স্কুলে পড়ান, ‘মাল্টিপল চয়েস’ ৪০ নাম্বার- এটা কোথা থেকে আবিস্কার হয়েছে আমি জানি না। অনেক কষ্টে এ জাতি নকল বন্ধ করেছে। আবার এ এমসিকিউ, এবিসিডি’তে দাগ দিয়ে ৪০ নম্বর। আমি সবাইকে দোষারোপ করছি না। এটা ১০ বা ৫ নম্বর থাকতে পারে। ৪০ নম্বর থাকার কি দরকার ?

এর বদলে ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে বা এক বাক্যে উত্তরের প্রশ্ন থাকতে পারে। এর দ্বারা একজন ছাত্রকে ভালো করে যাচাইও করা যাবে। কি দরকার ৪০ নম্বরের এমসিকিউয়ের।
শিক্ষকদের সুযোগ সুবিধা প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘দেশ উন্নত হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই উন্নত দেশের পাশাপাশি আপনারা উন্নত সুযোগ সুবিধাও পাবেন। তবে আপনাদের দায়িত্ব সম্পর্কেও আপনাদের সচেতন হতে হবে।

স্বাশিপ সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ।