বাংলাদেশের রপ্তানি বাণিজ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দুই দেশের শুল্কনীতি ও বাণিজ্য ভারসাম্যে রয়েছে বড় ধরনের অসামঞ্জস্য। সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র গবেষণা এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তারা এ তথ্য তুলে ধরে।
তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশ মাকিন পণ্যে গড়ে ৬.২ শতাংশ শুল্ক আরোপ করে, তবে বিভিন্ন রেয়াত ও ছাড় বিবেচনায় সেই হার কার্যত কমে এসে দাঁড়ায় মাত্র ২.২ শতাংশে। বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যে গড়ে ১৫.১ শতাংশ শুল্ক আরোপ করে, যার ফলে বৈষম্যমূলক শুল্কনীতির শিকার হচ্ছে বাংলাদেশের পণ্য—বিশেষ করে তৈরি পোশাক খাত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে ভারসাম্যমূলক করতে হলে কেবল কূটনৈতিক নয়, বরং গভীর অর্থনৈতিক ও কৌশলগত সংলাপ প্রয়োজন বলে মনে করে সিপিডি। দীর্ঘদিন ধরে বিদ্যমান শুল্ক বৈষম্যের বিষয়টি এখন নীতিনির্ধারকদের গুরুত্বপূর্ণ আলোচনার নিয়ে আসা উচিত বলে জানান সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।