সবাইকে সঙ্গে নিয়ে জনসেবার মান সমুন্বত রাখার প্রত্যয়

0
7

চুয়াডাঙ্গায় যোগদান করলেন নতুন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার
নিউজ ডেস্ক:আমরা জনগণের সেবক, তাদের যথাযথ সেবা নিশ্চিত করাই আমাদের কাজ। কারো সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। সবার সঙ্গে হাঁসিমুখে কথা বলতে হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন। সবাইকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান সমুন্বত রাখতে চাই। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান পরবর্তী জেলা প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন নজরুল ইসলাম সরকার।  গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হলে বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে অভ্যর্থনা জানান। এরপর ট্রেজারিতে গেলে সেখানে লাল গালিচা সংবর্ধনাসহ গার্ড অব অনার জানায় পুলিশের একটি চৌকস দল। বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন জেলা প্রশাসক হিসেবে নজরুল ইসলাম সরকারের যোগদান উপলক্ষে সংবর্ধনা জানান জেলা প্রশাসকের কার্যালয়ের সবস্তরের কর্মকর্তা ও কর্মচারীর। জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার। এদিকে, দীর্ঘ ১১ মাসের কর্মযজ্ঞের ইতি টেনে অশ্রুসিক্ত নয়নে চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন সাবেক জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। নবাগত জেলা প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাঁর হাতে দায়িত্ব হস্তান্তর শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলেই তিনি চুয়াডাঙ্গা ছাড়েন। গোপাল চন্দ্র দাসকে বিদায় জানাতে গাড়ি বহরযোগে জেলার শেষ প্রান্ত পর্যন্ত যান সহকর্মীরা। তিনি শিগগিরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হিসেবে যোগদান করবেন।প্রসঙ্গত, নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সন্তান। তিনি ২০তম বিসিএসে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে জনপ্রশাসনে যোগদান করেন। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।