রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ট্রাম্পের সীমান্ত নীতিতে মেক্সিকোর ‘না’ !

নিউজ ডেস্ক:

বৈধ কাগজপত্র নেই বা নথিভুক্ত নন এমন অবৈধ অভিবাসীদেরকে ধরতে গতকাল বুধবার নতুন করে দিক-নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। আর প্রতিবারের মতো এবারও আঙ্গুল উঠেছে মেক্সিকো সীমান্তের দিকেই। যার প্রতিউত্তরে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নতুন সীমান্ত নীতি মেনে না নেয়ার ঘোষণাও দিয়েছেন।

অবৈধ অভিবাসী ঠেকাতে জারি করা নতুন দিক-নির্দেশনায় বলা হয়েছে, যাদের অপরাধের রেকর্ড আছে, মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে এমন সকল অ-নিবন্ধিত অভিবাসীদের দেশটি থেকে বের করে দেয়া হবে। এছাড়া যারা নিজেদের মিথ্যে পরিচয় দিয়েছে তাদের এবং যাদেরকে জন-নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে।
পাশাপাশি দেশটি একটি আইন বাস্তবায়ন করতে যাচ্ছে যেখানে বলা হয়েছে, অনিবন্ধিত যেকোন অবৈধ অভিবাসী, যে দেশ থেকেই তারা আসুক না কেন, তাদের মেক্সিকোতে পাঠিয়ে দেয়া হবে।

এরই প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায় বলেছেন, কোন একটি সরকারের নেয়া একপাক্ষিক একটি সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।বলা হয়, যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular