ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান মাতালেন বলিউড তারকা মানসভি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৩:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডে পা রাখতে না রাখতেই মানসভি এবার পাড়ি দিলেন বিদেশের মাটিতে। রাতারাতি সেখানেও হয়ে উঠলেন জনপ্রিয় এই সাবেক মিস ইন্ডিয়া। অনেকে বলছেন ট্রাম্প যুগে ভারত-আমেরিকা সম্পর্কের একটা নতুন শুরু, যা হয়তো মানসভির হাত ধরেই হতে চলেছে। আমেরিকার নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে নাচের তালে তাল মেলালেন বি-টাউনের এই সুন্দরী।

সম্প্রতি, লিঙ্কন মেমোরিয়ালে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান জমজমাট করে তুললেন মানসভি। প্রায় ৮০ লক্ষ্য দর্শকের সামনে তিনি পারফর্ম করেন। শুধু তাই নয়, উপস্থিত দর্শকরাও মুগ্ধ হলেন তার এই পারফর্মেন্সে। এরপর থেকে অনেকেই মনে করছেন, ট্রাম্প যুগে ভারত-মার্কিন সম্পর্কের মাঝে সেতু বন্ধনের কাজ করছেন এই বলিউডি তারকা।

বিদেশের মাটিতে মানসভি এদিন একের পর এক বলিউডের গানে মাতান মঞ্চ। ‘কালা চশমা’, ‘জুম্মে কি রাত’, ‘জয় হো’, ‘ধুম মাচালে’ এমনই সুপারহিট বলিউডি গানের সঙ্গে পারফর্ম করেন। সূত্র: কলকাতা টোয়েন্টি ফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান মাতালেন বলিউড তারকা মানসভি !

আপডেট সময় : ১২:৩৩:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউডে পা রাখতে না রাখতেই মানসভি এবার পাড়ি দিলেন বিদেশের মাটিতে। রাতারাতি সেখানেও হয়ে উঠলেন জনপ্রিয় এই সাবেক মিস ইন্ডিয়া। অনেকে বলছেন ট্রাম্প যুগে ভারত-আমেরিকা সম্পর্কের একটা নতুন শুরু, যা হয়তো মানসভির হাত ধরেই হতে চলেছে। আমেরিকার নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে নাচের তালে তাল মেলালেন বি-টাউনের এই সুন্দরী।

সম্প্রতি, লিঙ্কন মেমোরিয়ালে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান জমজমাট করে তুললেন মানসভি। প্রায় ৮০ লক্ষ্য দর্শকের সামনে তিনি পারফর্ম করেন। শুধু তাই নয়, উপস্থিত দর্শকরাও মুগ্ধ হলেন তার এই পারফর্মেন্সে। এরপর থেকে অনেকেই মনে করছেন, ট্রাম্প যুগে ভারত-মার্কিন সম্পর্কের মাঝে সেতু বন্ধনের কাজ করছেন এই বলিউডি তারকা।

বিদেশের মাটিতে মানসভি এদিন একের পর এক বলিউডের গানে মাতান মঞ্চ। ‘কালা চশমা’, ‘জুম্মে কি রাত’, ‘জয় হো’, ‘ধুম মাচালে’ এমনই সুপারহিট বলিউডি গানের সঙ্গে পারফর্ম করেন। সূত্র: কলকাতা টোয়েন্টি ফোর।