নিউজ ডেস্ক:
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দই যে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হচ্ছেন- তা এক রকম নিশ্চিতই ছিল। কিন্তু বিরোধী জোটের প্রার্থী মীরা কুমারের সঙ্গে কত ব্যবধানে জয়ী হবেন সেটা জানার অপেক্ষায় ছিল সবাই।
বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ৬৯ শতাংশ ভোট পেয়েছিলেন। গতকাল সোমবার সারা দেশের ২৯টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাতে ভোট গ্রহণ করা হয়। দেখা যায়, ক্রস ভোটিংয়ে এগিয়ে দলিত নেতা রামনাথ কোবিন্দ।
বিজেপির দাবি, প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে রাইসিনা হিলসে প্রবেশ করবেন কোবিন্দ। ক্রস ভোটিংয়ের আশঙ্কায় ভোট শুরু থেকেই উদ্বিগ্ন ছিলেন বিরোধী প্রার্থী মীরা কুমার। তার সেই আশঙ্কাই সত্যি হয়েছে।
সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট মুলায়ম সিং যাদবসহ অনেক নেতাই কোবিন্দকে ভোট দিয়েছেন। আর দলীয় প্রধানের আমন্ত্রণে সাড়া দিয়েই আরও অনেক নেতা কোবিন্দকে ভোট দিয়েছেন। তাই স্পষ্টতই ক্রস ভোটে এগিয়ে রয়েছেন কোবিন্দ। ভোট গণনা করা হবে আগামী ২০ জুলাই। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।