নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন, ব্যবস্থাপনা ও পরিবেশ নিশ্চিত করায় ৬ প্রতিষ্ঠানকে ৮টি আইসএসও সনদ প্রদান করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বুধবার বিএসটিআই-এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক মোঃ সাইফুল হাসিব এই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন। বিএসটিআইর পরিচালক (মান) আ ন ম আসাদুজ্জামান, পরিচালক (পদার্থ) শামীম আরা বেগম ও বিএসটিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মামা নুডুলস উৎপাদনকারী মেসার্স কল্লোল থাই প্রেসিডেন্ট ফুডস (বিডি) লিমিটেডকে আইএসও ৯০০১:২০০৮ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), পার্টিকেল বোর্ড, ভিনিয়ার বোর্ড ও প্লাস্টিক কম্পোজিট ইত্যাদি উৎপাদনকারী মেসার্স আম্বার বোর্ডস মিলস্ লিমিটেডকে আইএসও ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), ইলেকট্রিক সাব-স্টেশন উৎপাদনকারী মেসার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে আইএসও ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), মেসার্স বেবি নিউট্রিশন লিমিটেডকে আইএসও ৯০০১:২০০৮ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) ও আইএসও ২২০০০:২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম); টাইগার, ফিজ আপ ইত্যাদি পানীয় উৎপাদনকারী মেসার্স এএসটি বেভারেজ লিমিটেডকে আইএসও ৯০০১:২০০৮ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) ও আইএসও ২২০০০:২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম) এবং ভলভো ব্যাটারি উৎপাদনকারী মেসার্স পান্না ব্যাটারি লিমিটেডকে ১৪০০১:২০০৪ (এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিএসটিআই-এর মহাপরিচালক মোঃ সাইফুল হাসিব উন্নত কর্ম পরিবেশ ও ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করে বলেন, আপনাদের দেখে অন্যান্য প্রতিষ্ঠানও তাদের পণ্য ও কর্ম পরিবেশের মানোন্নয়ন করবে এবং আইএসও সনদ গ্রহণে উদ্বুদ্ধ হবে। দেশে যত বেশি ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে দেশ তত বেশি উন্নত হবে এবং বর্তমান সরকার ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে এটি বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।
বিএসটিআই মহাপরিচালক বলেন, পণ্য এবং সেবার দিক থেকে দেশে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে বিএসটিআই-এর পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।