নিউজ ডেস্ক:
চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিইর সাব ব্র্যান্ড নুবিয়া নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল নুবিয়া এন২। ফোনটির বিশেষত্ব হচ্ছে এর ব্যাটারিতে।
এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফোনটি ৫ জুলাই থেকে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। মধ্যম ঘরানার এই ফোনটি অ্যামাজন ডট ইন্ডিয়াতে মিলছে।
নুবিয়া এন২ ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০×৭২০ পিক্সেল। এতে মিডিয়াটেক এমটি৬৭৫০ ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর রয়েছে।
ফোনটিতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি বিল্টইন মেমোরি কার্ড রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।
অ্যানড্রয়েড এন২ ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। ভারতের বাজারে ফোনটির মূল্য ১২ হাজার রুপি।