১৫০ পিচ ইয়াবাসহ আটক ১

0
14

নিউজ ডেস্ক:র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সফল অভিযানে ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রেদওয়ান আহম্মেদ (২১) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। সে হেলাই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বুধবার রাতে বৈশাখীর মোড় হইতে বলিদাপাড়াগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কোমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যার দিকে বৈশাখীর মোড় হইতে বলিদাপাড়া অভিমুখী রোডে অভিযান চালায় তারা। সে সময় ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রেদওয়ান আহম্মেদ কে আটক করে। তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দেওয়া হয়েছে।