নিউজ ডেস্ক:
মার্কিন অভিনেত্রী অ্যাশলে জাডের বয়স এখন ৪৮। এ বয়সে এসে শেয়ার করলেন ৩৪ বছর আগে ঘটে যাওয়া তার জীবনের এক বেদনাময় মুহূর্তের কথা।
সম্প্রতি ভারতে এসেছিলেন অভিনেত্রী। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে মেয়েদের যৌন হয়রানির বিরুদ্ধে কথা বলেন জাড। সেখানেই জানান, মাত্র সাত বছর বয়সে প্রথম শ্লীলতাহানির শিকার হন তিনি। ১৪ বছরে হন ধর্ষিতা।
অ্যাশলের কথায়, ”তখন আমার মাত্র সাত বছর বয়স। যৌনতা সম্পর্কে জ্ঞানই হয়নি। তখন শ্লীলতাহানি করা হয় আমার। এ সবের মানেই তো বুঝতাম না। আর ১৪ বছরে ধর্ষিতাও হয়েছি আমি। পরে ইন্ডাস্ট্রির এক বিখ্যাত ব্যক্তিও আমাকে যৌন হয়রানি করেন। তিনিই এক সময় আমাকে গ্রুম করেন। যদিও গ্রুমিং শব্দটা খুব টেকনিক্যাল। হোটেলের ঘরে ডেকে যৌন হয়রানি করেছিলেন। ”
অভিনেত্রীর দাবি, সারা জীবনে অন্তত ৪০ শতাংশ আয় কম হয়েছে তার। এর কারণ নাকি শুধুমাত্র তিনি নারী বলেই! আমেরিকা তার দেশ। আর দেশকে তিনি ভালোবাসেন। তবে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মার্কিন মুলুকেও নারীদের পূর্ণ স্বাধীনতা পেতে এখনও অনেক দিন লাগবে। সূত্র: আনন্দবাজার