চুয়াডাঙ্গা শিশু স্বর্গে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ’র আকস্মিক অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডস্থ শিশুস্বর্গ পার্কে আকস্মিক অভিযান চালিয়েছেন চুয়াডাঙ্গা’র অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। গতকাল সোমবার দুপুরের দিকে তিনি ওই অভিযান চালান। এসময় উঠতি বয়সি ৬ জন ছেলে ও ৭ জন মেয়েকে আটক করেন তিনি। পরে সন্ধ্যার দিকে এ সকল উদাসিন অভিভাবকদের মৌখিকভাবে সতর্ক করাসহ মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয় থানা পুলিশ। এদিকে, চুয়াডাঙ্গার সচেতন অভিভাবকমহল শিশু স্বর্গের অভিযানের প্রশংসা করাসহ পার্কের ভিতরের পরিবেশের পরিবর্তন করার দাবি জানান।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর শহরের অন্যতম শিশু বিনোদন কেন্দ্র শিশুস্বর্গ পার্কে শিশুদের থেকে উঠতি বয়সি যুবক যুবতীর আনাগোনাই বেশি থাকে সব সময়। আর এ পার্কের ভিতরকার ঝোাপঝাড়পূর্ণ পরিবেশের কারণে এসকল যুবক যুবতীদের কাছে এ পার্কে যাওয়ার আগ্রহটা অনেক বেশি বলে মনে করেন এ এলাকার সাধারণ জনগণ। ফলে এ পার্কটি যুবক-যুবতীদের নিরাপদ মিলনস্থলের মূল কেন্দ্র হয়ে উঠেছে বলে মনে করেন তারা। জেলা প্রশাসক থেকে শুরু করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই বার বার অভিযান চালালেও স্কুল-কলেজ চলাকালীন সময়ে তাদের আনাগোনা বন্ধ হচ্ছে না। গতকালও চুয়াডাঙ্গা’র অতিরিক্ত পুলিশ (সুপার সদর সার্কেল) কলিমুল্লাহ আকস্মিক অভিযান চালিয়ে উঠতি বয়সি ১৩ জন ছেলে-মেয়েকে আটক করেন। এসময় আটককৃতদের সদর থানা হেফাজতে নেয় পুলিশ। পরে সন্ধ্যার দিকে মুচলেকার মাধ্যমে নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাদের। তবে আটককৃত এসকল যুবক যুবতীরা স্কুল কলেজ ছেড়ে কোথায় সময় ব্যায় করছে সে ব্যাপারে তাদের অভিভাবকরা কিছুই জানেন না বলে জানায় পুলিশ।
এদিকে, চুয়াডাঙ্গার সচেতন অভিভাবকমহল শিশু স্বর্গের অভিযানের প্রশংসা করাসহ পার্কের ভিতরের পরিবেশের পরিবর্তন করার দাবি জানান। এসময় তারা বলেন, পার্কটির ভিতরের নানা রকম গাছ লাগিয়ে বিভিন্ন রকম স্থান তৈরি করা হয়েছে। পার্কের ভিতর অনেক গুলো ছোট ছোট গোপন কক্ষের সৃষ্টি হয়েছে। ফলে উঠতি বয়সি এসকল যুবক যুবতীরা ওই স্থানে গিয়ে তাদের মনের ইচ্ছেগুলো পূর্ণ করে। নামে শিশুস্বর্গ পার্ক হলেও এখানে শিশুদের পদচারনা নেই বললেই চলে।
এসকল ছেলে মেয়েদের আটকের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আটককৃত এসকল ছেলে মেয়েদের অভিভাবকরা জানেন না তাদের সন্তান কোথায় আছে ও কি করছে। স্কুল-কলেজে ক্লাস করে কিনা সে ব্যাপারেও তারা খোঁজখবর রাখেন না। এর পরও যদি স্কুল-কলেজ চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের এ পার্কে পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এসকল ছেলে মেয়েদের অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, এই পার্কটিতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।