হেরোইনসহ তিনজন আটক

0
9

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ তিনজন আটক হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন মেহেরপুর শহরের নতুন পাড়ার মোহর আলীর ছেলে হাবিবুর রহমান, একই এলাকার বরকত আলীর ছেলে আমির হামজা ও রুস্তম আলীর ছেলে ভাদু। গতকাল বৃহস্পতিবার মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় হাবিবুর রহমান ও আমির হামজার নিকট থেকে ২০ গ্রাম ও ভাদুর নিকট থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।