হাপু গ্রেফতার : অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার

0
9

দামুড়হুদায় পুলিশের মাদক বিরোধী অভিযান মাদকব্যবসায়ী

নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ এলাকার চিহিৃত মাদকব্যবসায়ী হাপুকে (৫৩) গ্রেফতার করেছে। মাদকব্যবসায়ী হাপু দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরের মৃত ছিদাম ফকিরের ছেলে। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করেন। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গ্রেফতারের সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৩ বোতল ফেনসিডিল এবং মাজায় গুজে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অস্ত্রসহ আটক হাপু এলাকার একজন চিহিৃত মাদকব্যবসায়ী। সে একাধিক মাদক মামলার আসামি। তাকে গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।