হরিশপুরে ৫৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

0
13

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের হরিশপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছানারুল ইসলাম (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। আটকৃকত ছানারুল ইসলাম একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে আটক করা হয়। জানা যায়, শনিবার দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার হরিশপুর গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে বিকাল সাড়ে ৩টার দিকে হরিশপুর পুরানো ফার্ম নামক স্থানে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছানারুল ইসলাম নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।