নিউজ ডেস্ক:ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার হরিশপুরে বাল্যবিবাহ দেওয়ার সময় কাজি, বর ও কনের পিতাকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত শুক্রবার রাতে উপজেলার হরিশপুরে বাল্যবিবাহ হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ পড়ানোর অপরাধে রেজিস্ট্রার কাজি লুৎফর রহমানকে ছয় মাস, কনের পিতা আকবর ম-লকে ছয় মাস ও বর ইমারুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। পরদিন সকালে তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়।