নিউজ ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকু-ুু উপজেলার চাঁদপুর গ্রামে ওয়াজ মাহফিল চলাকালে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে আসলাম মন্ডল (২০) নামে এক যুবক খুন হওয়ার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গত সোমবার রাত ৯টার দিকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। নিহত আসলাম মন্ডলের পিতা একই উপজেলার হাকিমপুর গ্রামের আয়নাল মন্ডল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চারজনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। স্থানীয়রা জানায়, হরিণাকু-ু উপজেলার চাঁদপুর গ্রামে ওয়াজ মাহফিলের পাশেই বসে মেলা। এ মেলায় রাত ৯টার দিকে হাকিমপুর গ্রামের রাজা মালিতা ও চাঁদপুর গ্রামের আবু সায়িদ লটারি খেলছিল। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাজা মালিতাকে ছুরি দিয়ে আঘাত করে আবু সায়িদ। রাজার চাচা আসলাম মন্ডল বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা রাজা ও আসলামকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে আসলাম মৃত্যুবরণ করেন। হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান খবরের সত্যা নিশ্চিত করে জানান, চার জনের নাম উল্লেখসহ আরো ৬/৭ জনকে অজ্ঞাত করে মামলা হয়েছে। আসামীরা পলাতক থাকায় কেউ গ্রেফতার হয়নি। তবে অভিযান চলছে।