হবিগঞ্জে বন্যায় আক্রান্তদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। রোববার (২৫ আগস্ট) হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ।
হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের খাবার দেওয়া অব্যাহত থাকবে বলে জানান বিএনপি নেতা জি কে গউছ। এ সময় তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত এলাকায় আমরা রয়েছি।
আমাদের নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদসহ অন্য নেতাকর্মীরা।