হত্যা ও ডাকাতি মামলায় আটক-১৩ : রিভলবার উদ্ধার

0
23

চুয়াডাঙ্গা শান্তিপাড়ায় নির্মাণাধীণ বাড়ির ছাদে পুলিশের আকস্মিক অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়ার নির্মাণাধীন ৪তলা বাড়ি থেকে হত্যা, ডাকাতি ও মাদক মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ১৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য এরা একত্রিত হয়েছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। গতকাল রোববার রাত ১০টার দিকে সদর থানা ও ফাঁড়ি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাস্থলে পুনরায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ একটি বিদেশী রিভালবার ও দু’টি দেশীয় রামদা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো- আকাশ আলী (১৯), রামিম (১৯), গোলাম মোস্তফা মদন (৪৭), জহির উদ্দীন বাদল (৪৫), বাহাউদ্দীন (১৮), ইভন (১৯), আলামিন (২০), কালু শেখ (৩৫), কাজল (২৭), লিটন (১৯), শিহাব (১৯), আশরাফ (১৭) ও গোলাম রসুল (৪৭)।


পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে সদর থানা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়া স্কুল মোড়ের অদুরে একটি নির্মাণাধীন ৪তলা বাড়ির ছাদে অপরাধমূলক কর্মকান্ড করার জন্য হত্যা, ডাকাতি, মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বেশ কিছু ব্যক্তি একত্রে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন ও ওসি (তদন্ত) আব্দুল খালেকসহ থানা ও ফাঁড়ি পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় নির্মাণাধীন ওই বাড়ির ক্লবসিবল গেটে তালা দেয়া থাকায় অভিযান পরিচালনা করতেও বেগ পেতে হয় পুলিশের। এসময় গ্রিল ধরে উপরে উঠে ছাদ থকে কয়েকজনকে আটক করলেও বাকিদের ওই বাড়ির বিভিন্ন বাথরুম রান্না ঘরের ফলস সিলিং সাদের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় আটক করে পুলিশ।
আটককৃতরা হল- শান্তিপাড়ার এলাকার ইউনুছ আীল ছেলে আকাশ, সানোয়ারের ছেলে রামিম, মৃত আলী রেজার ছেলে গোলাম মোস্তফা মদন, মৃত আমির উদ্দীনের ছেলে জহির উদ্দীন বাদল, আব্দুল জালালের ছেলে বাহাউদ্দীন, ইউনুছ আলীর ছেলে ইভন, আপান শেখের ছেলে আলামিন, আনু শেখের ছেলে কালু শেখ, তুরাপ আলীর ছেলে কাজল, বাবর আলী বাবুর ছেলে লিটন, জাহাঙ্গীরের ছেলে শিহাব, জাহাঙ্গীরের ছেলে আশরাফ ও মৃত আলী রেজার ছেলে গোলাম রসুলকে। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। পরে আটককৃতদের থানা হেফাজতে নেয় পুলিশ। এসময় তাদের জিজ্ঞাসাবাদে আকাশ, রামিম, লিটন ও ইভনের স্বীকারোক্তিতে রাত ২টার দিকে পুনরায় ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ওই বাড়ির তৃতীয় তলা থেকে ফেন্সিডিল, একটি বিদেশী রিভলবার ও দুটি দেশীয় রামদা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম (বার) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশের একাধকি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মোট ১৩ জনকে আটক করেছে। এরা অপরাধমূলক কর্মকান্ড করার জন্য একত্রিত হয়েছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে হত্যা, ডাকাতি, মাদক মামলার আসামীসহ বাকিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।