নিউজ ডেস্ক:
ভারতীয় এক যাত্রীর কাছ থেকে আমদানিনিষিদ্ধ ১ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা।
জব্দকৃত সিগারেট ইজি লাইটস ব্র্যান্ডের। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিযানে ওই বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ গভীর রাতে শাহজালালে অভিযান চালিয়ে ভারতীয় এক যাত্রীর থেকে আমদানিনিষিদ্ধ ১ লাখ শলাকা বিদেশি সিগারেট আটক করা হয়। এসব সিগারেট ৫০০ কার্টনে পাওয়া যায়। শুল্ক গোয়েন্দারা ব্যাংকক হতে আগত ফ্লাইট টিজি ৩৩৯ আগমনের পর অভিযান চালিয়ে রাত ২টায় ভারতের তামিলনাড়ুর আবদুর রহিমকে শনাক্ত করেন। তাকে শনাক্তের পর চ্যালেঞ্জ করে ব্যাগেজ স্ক্যানিং শেষে আমদানিনিষিদ্ধ ওই সিগারেট পাওয়া যায়। এ সকল সিগারেট তিনটি বড় ব্যাগেজে লুকায়িত ছিল।
আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছিল না। এই সতর্কীকরণ ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।