সড়ক দুর্ঘটনায় মেহেরপুরে প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু

0
10

নিউজ ডেস্ক:মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আহম্মদ আলী টেকনিক্যাল কলেজ সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন সাগর নামের এক ডিপ্লোামা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গতকাল  রোববার বিকেলে মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এই সড়ক দুর্ঘটনায় নিহতের পিতা মেহেরপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাবলুসহ ৩ জন গুরতর আহত হয়েছেন। অন্য আহতেরা হলেন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের ভনার ছেলে হাসান ও নজরুলের ছেলে সুমন। আহতদের মধ্যে বাবুল ও সুমনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তৌহিদুল ইসলাম বাবলু তাঁর ছেলে সাগরকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ খেত থেকে বাড়ি ফেরার জন্য প্রধান সড়কে উঠছিলেন। এসময় পেছন দিক থেকে আসা দ্রতগামী একটি মোটরসাইকেল তাদের সজোরে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলের চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিনই সন্ধ্যার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ার সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাবলুর ছেলে ডিপ্লোমা প্রকৌশলী সালাহউদ্দিন সাগরের মৃত্যু হয়। এদিকে মেহেরপুরের নজরুল ইসলামের ছেলে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যাতা স্বীকার করেছেন।