সৎ মায়ের অত্যাচারে স্কুলছাত্র জিহাদের আত্মহত্যা

0
7

নিউজ ডেস্ক: আলমডাঙ্গার ওসমানপুরে সৎ মায়ের অত্যাচারে আত্মহত্যা করেছে জিহাদ নামের এক স্কুলছাত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। এ ঘটনার পর গতকাল রাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের দিনমজুর নাসির উদ্দিনের ছেলে জিহাদ গতকাল মঙ্গলবার বিকেলে সৎ ছোটবোন সুমাইয়ার সঙ্গে পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট বোন সুমাইয়া পুকুরের গভীর পানিতে যাওয়ায় তাকে মারধর করে জিহাদ। সুমাইয়া বাড়িতে ফিরে তার মা নাসিমাকে মারধরের কথা বললে, তিনি ক্ষিপ্ত হয়ে জিহাদকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন। এ অভিমানে জিহাদ সন্ধ্যা সাতটার দিকে বাড়িতে সৎ মা ও পিতার অনুপস্থিতি নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন টের পেলে জিহাদকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যপারে আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, ‘আমি ঘটনাস্থালে পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তদন্তের করে হত্যা নাকি আত্মহত্যা তা বেরিয়ে আসবে।’