নিউজ ডেস্ক: শীর্ষ স্যামসাং নির্বাহী, কোম্পানীর ভবিষ্যৎ উত্তরাধিকারী লি জে-ইয়ং আজ শুক্রবার গ্রেফতার হয়েছেন। রাষ্ট্রীয় সুবিধার বিনিময়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক কে উৎকোচ প্রদানের অভিযোগে গ্রেফতার হলেন দেশটির সর্ববৃহৎ কোম্পানীর শীর্ষ নির্বাহী লি। উল্লেখ্য, একই অভিযোগে ইতোমধ্যেই অভিশংসনের মুখোমুখী হয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন রাষ্ট্রপতি পার্ক।
বর্তমান চেয়ারম্যান লি-কুন হি-র পুত্র ও স্যামসাং প্রতিষ্ঠাতা লি-বুয়ং -এর দৌহিত্র লি-জে-ইয়ং বর্তমানে শয্যাশায়ী পিতার অবর্তমানে কোম্পানির ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে কোম্পানির পূর্ণ দায়িত্বভার গ্রহণে প্রয়োজন ছিল কিছু রাষ্ট্রীয় অনুমোদনের। এই অনুমোদন লাভের প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে লি জে-র বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, তৎকালীন রাষ্ট্রপতি পার্ক -এর নিকটজনেরা ৩৬ মিলিয়ন ডলারের আর্থিক সুবিধা লাভ করেছেন স্যামসাং ভাইস চেয়ারম্যানের কাছ থেকে। ইতিপূর্বে শুনানীর সম্মুখীন হলেও এবার তাকে গ্রেফতারের আদেশ দেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।
এদিকে, এ ঘটনার পরপরই স্যামসাং -এর শেয়ারদর প্রায় দুই শতাংশ নিচে নেমে যায়।