নিউজ ডেস্ক:অডিও স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই নতুন ফিচার এনেছে। ভিডিও ফিড থেকে গান সন্ধানে নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে ডিসকভার।
টেকক্রাঞ্চ প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইওএস প্লাটফর্মের জন্য ক্রিস মেসিনা নির্মিত স্পটিফাইয়ের টেস্টফ্লাইট বেটা ভার্সনে ফিচারটি লক্ষ করা গেছে। আইওএস প্লাটফর্মে এটি স্পটিফাইয়ের চতুর্থ একটি আইকন।
কোনো গান পছন্দ হলে ব্যবহারকারীরা হার্ট বা লাভ আইকনে ক্লিক করতে পারবেন। পাশাপাশি তিনটি ডটে থাকা মেনু চালু করে গানটির বিষয়ে স্পটিফাইয়ের স্ট্যান্ডার্ড ইনফরমেশন কার্ড দেখতে পারবেন।
নতুন ফিচারটি স্পটিফাইয়ের ক্যানভাস ফরম্যাট ব্যবহার করতে পারে। ফলে গান শোনার সঙ্গে শিল্পীরা ভিডিও তৈরি করতে পারবেন।