নিউজ ডেস্ক:
বর্তমান এই তথ্য-প্রযুক্তির যুগে সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। আর সেই অনুসন্ধানে সম্ভবত প্রথম সৌরজগতের বাইরে কোনো এক্সোমুন বা উপগ্রহের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, পৃথিবী থেকে চার হাজার আলোকবর্ষ দূরে এ উপগ্রহের সন্ধান পেয়েছেন তারা। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি দৈত্যকার গ্রহের কক্ষপথে ঘুরে চলেছে সেটি।
জানা গেছে, এক্সোমুন ক্যানডিডেট কেপলার-১৬২৫ বি আইকে একটি গ্রহের কক্ষপথে ঘুরতে দেখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি আয়তনে বৃহস্পতির চেয়ে বড় ও নেপচুনের সমান তাই এর নাম রাখা হয়েছে ‘নেপ্টমুন’। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন এই উপগ্রহ সম্পর্কে আরো তথ্য পেতে তারা হাবল স্পেস টেলিস্কোপের ব্যবহার করবেন।