সোনা পাচার মামলায় ইদ্রিসের ১৪ বছর কারাদন্ড!

0
10
?

নিউজ ডেস্ক:দামুড়হুদার লোকনাথপুর দিয়ে সোনা পাচার মামলায় একজনকে ১৪ বছরের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। কারাদ-প্রাপ্ত আসামি হলেন যশোর জেলার বেনাপোল থানার খলিশ এলাকার মৃত সবুর আলী গাজীর ছেলে ইদ্রিস আলী (৪০)।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২ জুলাই ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের ফিলিং স্টেশনের কাছ থেকে ইদ্রিস আলীকে আটক করেন চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির সদস্যরা। এ সময় ইদ্রিস আলীর দেহ তল্লাশি করে ৭টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৮৭৫ গ্রাম (৭০ ভরি)। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৩৫ লাখ টাকা। ঘটনার দিনই আটক ইদ্রিস আলীর বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ এনে চুয়াডাঙ্গা-৬ বিজিবির নায়ক রাসেল শিকদার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেন।
দামুড়হুদা থানার পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) শ্যামল সমাদ্দার তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট একমাত্র আসামি ইদ্রিস আলীকে অভিযুক্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
আলোচিত এ সোনা পাচার মামলায় বিজ্ঞ আদালত ১১ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ ও যাচাই-বাছাই শেষে আসামি ইদ্রিস আলীকে দোষী সাবস্ত্য করেন। আদালত আসামির উপস্থিতিতে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫বি (১) (এ) ধারায় তাঁকে ১৪ বছরের কারাদ-াদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেন আদালত। বিকেলেই আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।