জিয়াবুল হক, কক্সবাজার:: দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে চুপিসারে অনুষ্টিত হতে যাওয়া এক বাল্য বিয়ে ঠেকিয়ে দিলেন টেকনাফের ইউএনও। জানা যায়, ২৮এপ্রিল মঙ্গলবার দ্বীপের পশ্চিম পাড়া এলাকার জাফর হোসনের পুত্র আতাউর রহমানের সাথে একই এলাকার ওসমান গণির স্কুল পড়ুয়া মেয়ে শাহিদার সাথে বিয়ের যাবতীয় প্রস্তুতি চলছিল। খবর পেয়ে টেকনাফের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ পুলিশ পাঠিয়ে চেয়ারম্যানের মাধ্যমে উক্ত বিয়ে বন্ধ করে দেন। সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান,অনুষ্টিত হতে যাওয়া বিয়েতে কনের বয়স বেশী হলে ১৪ বছর হবে। এই বিয়ে বন্ধ করে দেওয়ায় তিনি ইউএনওকে ধন্যবাদ জানান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,করোনা পরিস্থিতিতে সব ধরণের সামাজিক অনুষ্টান বন্ধ রয়েছে। চুপিসারে হোক বা যে ভাবেই হোক। বাল্য বিয়ে হতে দেওয়া যাবেনা।