নিউজ ডেস্ক:
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়া প্রায় ৮ শতাধিক পর্যটক টেকনাফে ফিরেছেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এমভি বাঙালি নামে একটি জাহাজ আটকে পড়া আট শতাধিক পর্যটক নিয়ে টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাটে এসে পৌঁছে।
বিকাল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে যাত্রী বোঝাই করে সেটি সন্ধ্যায় টেকনাফে ফিরে আসে।
গত শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকে পড়েন সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটকরা। গত দুইদিনে কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে সেন্টমার্টিন থেকে আরও হাজার খানেক পর্যটক ফিরে আসেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম বলেন, সতর্কতা সংকেত থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হচ্ছে না। তবে গত দুই দিন ধরে আটকে পড়া পর্যটদের ফেরত আনার জন্য একটি জাহাজকে সেন্টমার্টিন যাওয়ার অনুমতি দেয়া হয়।