আলমডাঙ্গা কয়রাডাঙ্গায় মাদ্রাসাছাত্র আবির হত্যাকা- মামলায় সন্দিগ্ধ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় আলোচিত মাদ্রাসাছাত্র আবির হুসাইন (১১) হত্যাকা-ে সন্দিগ্ধ আসামি মাদ্রাসার সুপার আবু হানিফ ও শিক্ষক তামিম বিন ইউসুফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আলমডাঙ্গা আমলি আদালতের বিচারক পাপিয়া নাগ এ আদেশ দেন। এর আগে গত শনিবার এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাদ্রাসার সুপার আবু হানিফ ও শিক্ষক তামিম বিন ইউসুফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গতকাল মঙ্গলবার কয়রাডাঙ্গা নূরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র আবির হুসাইন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতের বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলাটির বর্তমান তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর আব্দুল খালেক বলেন, ‘গত রোববার এ মামলার তদন্তভার পেয়েছি। অতিগুরুত্বের সঙ্গে মামলা তদন্তের কাজ করছি। এখন পর্যন্ত আটক দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছি। তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ ছাড়াও বিভিন্ন তথ্য জানতে মাদ্রাসার অন্যান্য শিক্ষক, ছাত্র ও অভিভাবককে আমরা জিজ্ঞাসাবাদ করছি।’
প্রসঙ্গত, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গার নূরানি হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র আবির হুসাইন ২৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যার পর নিখোঁজ হয়। পরদিন সকালে মাদ্রাসার অদূরে একটি আমবাগানের ভেতর থেকে তার মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনে ঘটনার দিনই মাদ্রাসার সুপার মুফতি আবু হানিফসহ পাঁচ শিক্ষককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ২৬ জুলাই মাদ্রাসার অদূরে একটি পুকুরে নিহত আবির হুসাইনের মাথাটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।