নিউজ ডেস্ক:
সিলেটের শিববাড়ি এলাকায় আতিয়া মহলের জঙ্গিদের মতোই তৎপর রয়েছে মৌলভীবাজারের বড়হাট ও ফতেহপুরের আস্তানা দুটির জঙ্গিরা। এদের হাতেও তেমন অস্ত্র-বিস্ফোরক রয়েছে এবং সেই কায়দায় এখানকার জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুঁড়ছে বলে জানা গেছে।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সদর পৌরসভার বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামে সন্ধান পাওয়া জঙ্গি আস্তানা দুটি মঙ্গলবার দিনগত রাত থেকে ঘিরে রেখেছে পুলিশ।
রাশেদুল ইসলাম বলেন, বুধবার সকালে জঙ্গিরা আস্তানার ভেতর থেকে বেশ কয়েকটি গ্রেনেড চার্জ করে, তাতে ধারণা করা হচ্ছে এদের হাতে গোলা-বারুদ রয়েছে। দুটি আস্তানায় জঙ্গিদের তৎপরতা সিলেটের জঙ্গিদের মতোই। এদের হাতেও অস্ত্র-বিস্ফোরক রয়েছে এমন ধারণা করেই, অভিযান এগিয়ে নেওয়া হচ্ছে।