সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হেরোইনসহ নাজমুল হাসান (২০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে উপজেলার পৌর এলাকার বাখুয়া কবরস্থানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল বাখুয়া উত্তরপাড়ার আব্দুল বারেকের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সবুজ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাখুয়া কবরস্থানের এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিকট থেকে ৭২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হলে অপর মাদক ব্যবসায়ী লাল মিয়া (৩৫) পালিয়ে যায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত নাজমুলের বিরুদ্ধে থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এছাড়া সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবস্যায়ী। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।