সিরাজগঞ্জ প্রতিনিধি: হাটিকুমরুল-বনপাড়া মহসড়কের সিরাজগঞ্জের মান্নাননগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সহোদরসহ তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি রিভালবার, ৬ রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক (এডিশনাল ডিআইজি) শাহাবুদ্দিন খান বিপিএম।
এর আগে সোমবার রাত একটার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তাড়াশের মান্নাননগর বাজার এলাকা থেকের তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া বাজারের চেয়ারম্যানপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে এরশাদ আলী (৩২), তোরাব আলী (৪৯) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার বানিয়াবাড়ী গ্রামের ইসমাইল আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৩),
র্যাব-১২’র অধিনায়ক শাহাবুদ্দিন খান বিপিএম জানান, সোমবার গভীর রাতে তাড়াশের মান্নাননগর এলাকায় ১০/১২ জনের অস্ত্রধারী ডাকাতির দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে এরশাদ আলী, তোরাব ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি রিভালবার, ৬ রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত এরশাদ আলী, তোরাব ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাবনার ভাঙ্গুড়া থানা, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিনতাই, ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলার আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।