সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ইয়াবাসহ লিপি খাতুন (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে জেলা সদরের পৌর এলাকার মাহমুদপুর থেকে তাকে আটক করা হয়। আটক লিপি পৌরসভা এলাকার মাহমুদপুর রেলওয়ে কলোনীর ফরিদের স্ত্রী।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লিপি খাতুনকে আটক করা হয়। এসময় তার নিকট থাকা ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে এলাকার চিহ্নিত একজন নারী মাদক ব্যবস্যায়ী।
তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাতে পাঠানো হয়েছে।