সার্চ লাইট ও হাইড্রোলিক হর্নে অতিষ্ঠ মানুষ!

0
12

নিউজ ডেস্ক:জীবননগরে সার্চ লাইট ও হাইড্রোলিক হর্নে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সড়কে চলাচলকারী বাস-ট্রাক, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহনে এলইডি-সার্চ লাইট ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে দেখা দিচ্ছে চোখ ও কানের বিভিন্ন সমস্যা। পথচারীরা নিয়মিত শিকার হচ্ছেন নানান দুর্ভোগে।জীবননগরে সার্চ লাইট ও হাইড্রোলিক হর্নে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সড়কে চলাচলকারী বাস-ট্রাক, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহনে এলইডি-সার্চ লাইট ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে দেখা দিচ্ছে চোখ ও কানের বিভিন্ন সমস্যা। পথচারীরা নিয়মিত শিকার হচ্ছেন নানান দুর্ভোগে। সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইড্রোলিক হর্নের ফলে শব্দদূষণ সৃষ্টি হচ্ছে। আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন গাড়িতে এলইডি-সার্চ লাইট ব্যবহার করার ফলে রাস্তা দিয়ে চলাচলা করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে জনসাধারণ। জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাজমুল হুসাইন বলেন, ‘আমরা যখন প্রতিদিন সকালে স্কুলে যাই, বিভিন্ন গাড়ির হাইড্রোলিক হর্নের কারণে স্কুলে যেতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তা ছাড়া এই হর্নের কারণে প্রতিনিয়ন শব্দ দূষণ হচ্ছে। এ শব্দ দূষণ থেকে আমরা রেহাই পেতে চাই?’ একই অভিযোগ করেন জীবননগর সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী নুসরাত জাহান মিম। এদিকে, পথচারী আতিক হোসেন অভিযোগ করে বলেন, ‘প্রতিদিন রাতে রাস্তায় হাঁটার সময় ইজিবাইক, মোটরসাইকেল ও পাখিভ্যানের এলইডি-সার্চ লাইটের কারণে আমাদের চলাচলে অসুবিধা হয়। এ লাইট চোখে লাগার সাঙ্গে সঙ্গে চোখে ধান্দা লেগে যায়। ঠিকমতো কোনো কিছু দেখা যায় না। এগুলোর বিরুদ্ধে যদি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়, তা হলেই এ সমস্যার সমাধান হবে।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যেসব গাড়িতে এলইডি-সার্চ লাইট আছে, সেসব গাড়ি থেকে এ লাইটগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা করা হবে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গাড়ির এলইডি-সার্চ লাইট অপসারণ করা হবে এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।