নিউজ ডেস্ক:
আইজিপি এ কে এম শহীদুল হক জানিয়েছেন, সারাদেশে এ পর্যন্ত ১৫টি জঙ্গিবিরোধী অভিযানে ৬৫ জন জঙ্গি নিহত হয়েছে। গ্রেফতার হয়েছে আরো অনেক জঙ্গি। গতকাল বিকেলে রাজধানীর চকবাজারে আজাদ বালুর মাঠে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, জঙ্গিরা বুঝতে পারছে না, এতো গোপনীয় কর্মকাণ্ড পুলিশ কিভাবে টের পায়? দেশের কোথায় জঙ্গিদের আস্তানা আছে, কোথায় সংগঠিত হচ্ছে তা পুলিশের চৌকুস ছেলেরা সনাক্ত করছে। জঙ্গিরা যেখানেই সংগঠিত হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী সেখানেই হানা দিচ্ছে।