সাজাপ্রাপ্ত সোনা মন্ডল দামুড়হুদা পুলিশের হাতে আটক

0
11

নিউজ ডেস্ক:দামুড়হুদায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোনা মন্ডলকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। আটক সোনা মন্ডল (৩৫) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের টিক্কা মন্ডলের ছেলে। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরে বসবাস করে আসছিল। তবে গতকাল শুক্রবার রাতে তাঁকে কুষ্টিয়া এলাকা থেকেই আটক করে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস নেতৃত্বে এসআই কামরুল হাসান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুষ্টিয়া কুমারখালীর সুলতানপুর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোনা মন্ডলকে আটক করে। আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।